১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মাহে রমজানে পর্যটক শূন্য কুয়াকাটা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
হোসাইন আমির কুয়াকাটা প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজানের শুরু থেকে পর্যটক শূন্য হয়ে পড়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। পদ্মা সেত উদ্বোধন হওয়ার পরথেকে ব্যাপক পর্যটনকের আগমন ঘটেছে কুয়াকাটায়।কিন্তু রমজানের শুরু থেকেই পর্যটক শূন্য হয়ে পড়ে কুয়াকাটা সমুদ্র সৈকত।শুক্রবার (১৫ মার্চ) ছুটির দিন হওয়ার পরও পুরো সৈকত ছিল ফাঁকা, হাতে গোনা কয়েকজন পর্যটককে জিরো পয়েন্টে দেখা যায় । পর্যটক না থাকায় সৈকতে ছাতা বেঞ্চ গুলো ফাঁকা, দোকানপাট বন্ধ। সৈকতের দর্শনীয় স্পট ঝাউবন, শুঁটকিপল্লী, লেম্বুরবন, কুয়াকাটা জাতীয় উদ্যান পুরো পর্যটন এলাকা ফাঁকা।
স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানান, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে কুয়াকাটায় ব্যাপক সংখ্যক পর্যটক এসেছে। বছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতার কারণে তেমন কোন পর্যটক ছিল না কুয়াকাটায়। তবে নির্বাচনের পর কিছুদিন ব্যাপক পর্যটনের আগমন ঘটেছিল। কিন্তু হঠাৎ রমজানের শুরুতে পর্যটক শূন্য হয়ে পড়েছে সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত। তবে ঈদকে ঘিরে অসংখ্য পর্যটকের আগমন ঘটবে এই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের।
কুয়াকাটা জিরো পয়েন্ট সংলগ্ন বরিশাল গেটের ম্যানেজার ইমাম হোসেন বাবু জানান, পর্যটক না থাকায় হোটেল বন্ধ রয়েছে কিন্তু কর্মচারীর বেতন দিতে হবে।তাই অনেক লোকশানের মধ্যে পড়েছি। তবে ঈদে লোক হবে এমনটা আশা রেখেই হোটেলের রঙের কাজ করছি,সুন্দরভাবে সাজাচ্ছি।
সৈকতের ফটোগ্রাফার মোঃ রাজিব বলেন, রমজান শুরু হতেই কুয়াকাটা পর্যটক শুন্য হয়ে পড়েছে । আমরা তো দিন আনি, দিন খাই। পর্যটকদের উপরই নির্ভরশীল আমরা। বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অনেক বেশি, আমাদের ব্যয় বাড়ছে কিন্তু সে অনুসারে আমাদের আয় নেই এখন। স্ত্রী সন্তান নিয়ে কষ্টে দিন পার করছি।
কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি জনি আলমগীর বলেন, রমজানের কারনে আমাদের পর্যটক কিছুটা কমেছে। তবে ২০ রমজানের পর পর্যটকদের আগমন কিছুটা বাড়বে এবং ঈদের পরে লাখো পর্যটকদের আগমন হবে বলে আমরা আশা করি। যার ফলে ট্যুরিস্ট বোট মালিকরা  তাদের বোটের সার্বিক কাজগুলো সেরে নিচ্ছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন,  কুয়াকাটার পর্যটক কম থাকলেও বিভিন্ন পয়েন্টকে আমাদের  টিম কাজ করছে।  যারা এখন কুয়াকাটায় রয়েছে তাদের সার্বিক ভাবে সহযোগিতা করছি।তাদের শতভাগ সেবা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর।

সর্বশেষ