১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মায়ের মামলায় ছেলে জেলে

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নে ভবান্দপুর গ্রামে নিজের মা-বোনকে মারপিট করাসহ বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘট্নায় রানীশংকৈল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

জানা যায়, রাতে রাসেল (২০) নামে এক বখাটে যুবককে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। পরে মঙ্গলবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানায় থানা পুলিশ।

নেকমরদ ভবান্দপুর গ্রামের ওই যুবকের মা রহিমা বেগম (৪০) বাদী হয়ে ঠাকুরগাঁও আদালতে দায়ের করা মামলায় রানীশংকৈল থানায় পুলিশ রাসেলকে গ্রেপ্তার করে।

রানীশংকৈল থানার ওসি তদন্ত আব্দুল লতিব শেখ জানান, নিজের মা এবং বোনকে বিভিন্নভাবে মারপিটসহ ভয়ভীতি ও চুরির দায়ে রাসেলকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে।

রানীশংকৈল থানার ওসি এস, এম, জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ