১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মুক্তিপণের দাবিতে রাঙ্গাবালীতে ব্যবসায়ীকে অপহরণ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্বপন ফকির (৩৫) নামে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। রোববার (৬ জুন) রাত ৯টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
মুক্তিপণের দাবিতে পটুয়াখালীতে ব্যবসায়ীকে অপহরণ সিকদার জাবির হোসেন অপহরণের পর স্বপনের বোনের নম্বরে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় মঙ্গলবার (৭ জুন) রাঙ্গাবালী থানায় সাধারণ ডায়েরি ও পটুয়াখালী র‍্যাব-৮ এ একটি লিখিত অভিযোগ করেছেন স্বজনরা। স্বপন ফকির চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা গ্রামের আব্দুল বারেক ফকিরের ছেলে। সে ডাল, চাল ও ধানের পাইকারী ব্যবসায়ী।
স্বপনের বোন হোসনেয়ারা বেগম জানান, শনিবার সকালে চালিতাবুনিয়া থেকে গলাচিপায় আড়তে ডাল বিক্রি করতে যায় স্বপন। বিক্রি শেষে রোববার বাড়ি ফেরার পথে রাত পৌনে ৯ টার দিকে চালিতাবুনিয়ার চরলতা সবুজের খেয়া পার হওয়ার পরে আর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।
মাত্র-ত্রিশ-হাজার-টাকার-জন্য-আঁখিকে-অপহরণ পরে রাত ১১.৪৭ মিনিটের সময় স্বপনের নম্বর থেকে বোন হোসনেয়ারার নম্বরে কল করা হয়। এ সময় স্বপন বলেন, আমার হাত-পা ও চোখ বাঁধা। কোন জায়গায় আছি, তা জানি না। আমাকে বাঁচাতে হলে তাড়াতাড়ি এক লাখ টাকা পাঠাও। এই বলে ফোন কেটে দেয়। এরপর থেকে ফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। পরে সোমবার সকালে রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্বজনরা। এছাড়াও সকালে পটুয়াখালী র‍্যাব-৮-এ একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ(ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, নিখোঁজ মর্মে থানায় একটি জিডি হয়েছে। তার সন্ধানে কাজ করছে পুলিশ।

সর্বশেষ