২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

‘মুক্তির পথে পটুয়াখালী’ এর সাথে পটুয়াখালী জেলা পুলিশের ঈদআনন্দ ভাগাভাগি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মির্জা আহসান হাবিব
মাদকের ভয়াল গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে বাংলাদেশ পুলিশের অভিভাবক আইজিপি মহোদয়ের নির্দেশক্রমে সম্মানিত ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয়ের উদ্যোগে ও পটুয়াখালী জেলা পুলিশ কর্তৃক মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানের পাশাপাশি মাদকসেবী ও ব্যবসায়ীদের অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে আত্মসমর্পণের সুযোগ দিয়ে স্বাভাবিক জীবন যাপনের পথ সুগম করে দিয়েছে।
পটুয়াখালী জেলায় ২০৪ জন মাদকসেবী/ব্যবসায়ী আত্মসমর্পণ করেছে। তন্মধ্যে ৩৬ জনকে মাদক নিরাময় কেন্দ্রে রেখে চিকিৎসা প্রদান করা হয়েছে। ৫৯ জনকে বিভিন্ন ভাবে পুনর্বাসন করা হয়েছে। ০৮ জনকে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত ১৪৬ টি মামলা লিগ্যাল এইডের মাধ্যমে পরিচালনা করার ব্যবস্থা করা হয়েছে। আত্মসমর্পণকৃত এ সকল মাদকসেবী/ব্যবসায়ীদের নিয়ে ‘মুক্তির পথে পটুয়াখালী’ নামে একটি সমবায় সমিতি গঠন করা হয়েছে।প্রতি বছরের ন্যায় এই বছরেও এ সকল আত্মসমর্পণকৃত মাদকসেবী/ব্যবসায়ীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান এর পৃষ্ঠপোষকতায় প্রতিটি থানায় সকলকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে যার মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, পোলাও চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সাবান।

সর্বশেষ