২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মুজিববর্ষ উপলক্ষে নলছিটি উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ডেস্ক রিপোর্ট:

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার এ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল।এসময় তার সাথে নলছিটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) মোঃ সাখাওয়াত হোসেন এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নলছিটি উপজেলা ভূমি অফিস, সুবিদপুর ইউনিয়ন ভূমি অফিস এবং কুষঙ্গল ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে আম, জাম, কাঠাল, লিচু, অর্জুন, নিম, পেয়ারা, চালতা, আমলকি, তেতুল, ডালিম, বেল, লেবুসহ বিভিন্ন ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়। এ সময় প্রধান অতিথি ডিএলআরসি জামীল রোপিত বৃক্ষসমূহের যথাযথ পরিচর্যার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সর্বশেষ