২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বিআরডিবি'র কার্যক্রম পরিদর্শনে সচিববৃন্দ মনপুরায়, কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উঠান বৈঠক বরিশালে ‘সাড়ে তিনশ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত শহর রক্ষা বাধ দখলের মহোৎসব উজিরপুরে মাদকসহ জেলা ডিবি'র খাচায় ১ মাদক কারবারী আটক রাজাপুরে নিখোজ ভ্যান চালকের লাশ ভাসছিলো নদীতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মা ও ভাইকে মারধরের অভিযোগ।। আমতলীর আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন। পিরোজপুরে হিন্দু মেয়েকে বিয়ে দিয়ে শুভেচ্ছায় ভাসছেন মুসলিম দম্পতি ফেক আইডির প্রেমের টানে তালতলীতে এসে প্রতারিত আখাউড়ার যুবক দুমকিতে এজেন্ট ব্যাংকিংয়ের কোটি টাকা লোপাট, স্বামী-স্ত্রী গ্রেফতার বানারীপাড়ায় সিএনজি দূর্ঘটনায় চালক নিহত: ৫ যাত্রী আহত

মুজিব বর্ষ উপলক্ষে স্বেচ্ছাসেবকদের মাঝে গেঞ্জি, গাছের চারা ও ফুটবল বিতরণ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবকদের মাঝে গেঞ্জি, বিভিন্ন জাতের গাছের চারা ও ফুটবল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ই সেপ্টেম্বর) সকাল ১০টার সময় মনোহরপুর ইউনিয়নের আয়োজনে এবং এলজিএসপি-৩ এর অর্থায়নে এসব গেঞ্জি, গাছের চারা ও ফুটবল বিতরণ করা হয়।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকন।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসার সুদীপ্ত সিংহ, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, ইউনিয়ন পরিষদের সচিব লিয়াকত আলী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান শিমুলসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকন বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমরা মুজিব বর্ষ বড় আকারে উদযাপন করতে পারিনি। মুজিব বর্ষ উদযাপনের উদ্দেশ্যে ছিলো জাতির পিতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা বর্তমান প্রজন্ম ও ভবিষ্যত প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া।

তিনি আরও বলেন, শিশুদের মাঝে গেঞ্জি, গাছের চারা ও ফুটবল বিতরণ খুবই ভালো উদ্যোগ। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক সুষ্ঠু বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

সর্বশেষ