২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

মেহেন্দিগঞ্জে নদীতে অভিনব পদ্ধতিতে মাছ শিকার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কাজীরহাট প্রতিনিধি:

বরিশালের মেহন্দিগঞ্জের নদ-নদীতে বর্ষা মৌসুমে মাছ শিকারে বুচনাই। নদীর পাড়ের পল্লীতে ভরা মৌসুমে বুচনাই দিয়ে মাছ শিকার করছে বলে জানাগেছে। এই বুচনাই দিয়ে অনেকেই মাছ শিকার করতে পারেনা বলে জানিয়েছে জেলেরা।
জেলেরা জানায়, সাধারনত এই বুচনাই মাছ শিকারের জন্য ক্রেন ব্যবহার করতে হয়। বুচনাই নদীতে জোয়ারে সময় ক্রেনের মাধ্যমে নদীরে তলদেশে ফেলে রাখতে হয়। প্রায় ১ থেকে দেড় ঘন্টা পর ক্রেনের সাহয্যে উপরে উঠিয়ে আনতে হয়। এই বুচনাইতে বেশির ভাগেই বেয়াল মাছ পাওয়া গেলেও বিভিন্ন প্রজাতীর মাছ ও আটকে পড়ে। এই বুচনাই সাধারনত ৩ জন লোকের প্রয়োজন হয় বলে জানায়। এটি বাশেঁর কঞ্চি ধারা তৈরী এবং সারাদিন মাছ শিকারে ব্যস্থ থাকলে দশ থেকে বার হাজার টাকার মাছ সংগ্রহ করা সম্ভব বলে দাবী করেন।

সর্বশেষ