১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মেহেন্দিগঞ্জে নদীতে ইলিশ নিধন করতে গিয়ে জেলে নিখোঁজ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাসেল কবির. কাজীরহাট প্রতিনিধি

প্রজনন মৌসুমে নিষেধাঞ্জা অমান্য করে মেহেন্দিগঞ্জের তেতুলিয়া নদীতে ডিময়লা মাছ নিধন করতে গিয়ে ১ জেলের ১ দিন পর ভাসমান লাশ উদ্ধার ও অপর জেলে নিখোঁজের অভিযোগ উঠেছে। সূএে জানাগেছে, গত মঙ্গলবার ভোরে আলিমাবাদ ইউনিয়নের চরমহিষা গ্রামের আবুল কাজীর ছেলে দুলাল কাজী (৩২) ও মান্নান বয়াতীর ছেলে হানিফ বয়াতী (৪০) শ্রীপুর লঞ্চ ঘাট সংলগ্ন তেতুলিয়া নদীতে নৌকা যোগে নদীতে জাল ফেলে। দুলাল কাজীর খালা নিলুফা বেগম স্থাণীয়দের বরাত দিয়ে জানায়, নদীতে জাল ফেলানোর কিছু ক্ষন পর স্প্রীড যোগে কোষ্টগার্ড এসে আটক করে দুলাল কাজী ও হানিফ বয়াতীকে। এক পর্যায় দুলাল কাজীকে লাঠি পেটা করে শেষে দুলাল কাজী নদীতে ঝাপ দেয়। ১ দিন পর দুলাল কাজীকে নদীতে ভাসমান অবস্থায় মৃত্যু উদ্ধার করা হয়। হানিফ বয়াতীকে নিয়ে গেছে স্প্রীড বোর্ডে তুলে। ভোলা, বরিশালও মেহেন্দিগঞ্জ খোঁজ নিয়েও সন্ধান পাওয়া যায়নী হানিফ বয়াতী কে বলে জানায় । ইউপি সদস্য শফিকুল ইসলামের মুঠো ফোন ০১৭৩৬৫৪৫৭৭৮ কল করলে তিনি জানায়, সকাল ৯ ঘটিকায় নিখোঁজের আতিœয়স্বজনেরা জানিয়েছে। তিনি আরো জানায়, নদীর পারের জেলে ও স্থাণীয়দের বরাত দিয়ে ভোরে স্প্রীড বোর্ড নিয়ে জেলে দুলাল কাজী ও হানিফ বয়াতী কে আটক করে শেষে দুলাল কাজী নদীতে ঝাপ দেয়। বিষয়টি গ্রাম পুলিশের মাধ্যমে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের কাছে মৌখিক ভাবে অবগত করিয়াছেন।

সর্বশেষ