১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

যশোরে ৭৯ জনের করোনা শনাক্ত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

 

জি এম ওবায়দুল ইসলাম অভি, যশোর :
যশোরে নতুন করে আরো ৭৯ জন করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে যশোরে করোনায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িলো।

বুধবার (৫ আগস্ট) বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের যশোরের ১৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৯ জনের পজেটিভ রিপোর্ট আসে।

যবিপ্রবি জিনোম সেন্টারে বুধবার মোট ২৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এগুলো যশোর, মাগুরা ও নড়াইলের নমুনা। এর মধ্যে ১৩১টি নমুনা পজেটিভ ফল দেয়।

বুধবার পরীক্ষা শেষে বৃহস্পতিবার সকালে যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার এই ফল প্রকাশ করেন।

ড. শিরিন জানান, বুধবার তাদের ল্যাবে যশোরের ১৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৯ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
এছাড়া মাগুরার ৪৪টি নমুনা পরীক্ষা করে ৩১টি ও নড়াইলের ৬০টি নমুনা পরীক্ষা করে ২১টি পজেটিভ ফল পাওয়া যায়।
যবিপ্রবির ল্যাবে ২৭০ জনের নমুনা পরীক্ষা করে ১৩১ জনের করোনা পজেটিভ ও ১৩৯ জনের নেগেটিভ ফল এসেছে।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, বৃহস্পতিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে যশোর জেলার ১৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা দুই হাজার ছাড়ালো।

স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, বুধবার ৫ আগস্ট বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছিলো মোট এক হাজার ৯৩৯ জন। এদের মধ্যে মারা গেছে ২৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ১৭৪ জন।

সর্বশেষ