২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যাত্রীদের মোবাইলে বিমান দুর্ঘটনার ছবি, আনাদলুজেটের উড্ডয়ন বাতিল

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

যাত্রীদের মোবাইলে বিমান দুর্ঘটনার ছবি আসার ঘটনায় ইসরায়েলের একটি বিমানবন্দর থেকে উড্ডয়ন বাতিল করেছে তুরস্কের আনাদলুজেট।

ইসরায়েলের এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি যখন বেন গুরিয়ন বিমানবন্দর থেকে উড্ডয়নের জন্য চলা শুরু করে, ঠিক তখন যাত্রীদের মোবাইলে দুর্ঘটনার ছবি আসে।

বিবিসি জানিয়েছে, আনাদলুজেট বোয়িং ৭৩৭ নামক বিমানটিতে ১৬০ জন যাত্রী ছিল। উড্ডয়নের সময় বেশ কয়েকজন যাত্রী জানান, তাদের মোবাইলে বিমান দুর্ঘটনার ছবি পাঠানো হয়েছে। বিষয়টি জানতে পেরে বিমানের পাইলট তৎক্ষণাৎ উড্ডয়ন বাতিল করেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন থেকে এয়ারড্রপ ব্যবহার করে ছবি পাঠানো হয়েছে যাত্রীদের মোবাইলে। স্বল্প দূরত্ব থেকে এটি করা হয়েছে। যাত্রীদের মধ্যে যাদের আইফোন রয়েছে, কেবল তাদের কাছেই ছবিগুলো পাঠানো হয়েছে।

এ ঘটনায় বিমানটির যাত্রী এবং ক্রুদের সরিয়ে নেওয়া হয়। পরে তাদের লাগেজ পুনরায় পরীক্ষা করা হয়।

ইসরায়েলের বেশ কয়েকজন তরুণকে সন্দেহভাজনের তালিকায় রাখা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদও করা হয়। সব কিছু বিবেচনার পর পাঁচ ঘণ্টা দেরিতে বিমানটি ছেড়ে যায়।

সূত্র: বিবিসি

সর্বশেষ