২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজাপুরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে মাইক্রোবাসে আগুন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রহিম রেজা, ঝালকাঠি
বরিশাল-খুলনা মহাসড়কে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাঁশতলা নামক স্থানে একটি মাইক্রোবাসে (হাইয়েস) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মাইক্রোবাসের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লাগেছে বলে জানা গেছে। তবে এতে কোনো হতাহত হয়নি। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাঁশতলা নামক স্থানে একটি মোটর ওয়ার্কসপের সামনে ঝালাইয়ের কাজ করাচ্ছিলেন গাড়িটির মালিক মিন্টু হাওলাদার। হঠাৎ করেই তার গাড়িটিতে আগুন জ্বলে উঠে। ঘটনাস্থলের পাশেই “ইউশা ফিলিং ষ্টেশন” নামক একটি জ্বালানী পাম্প রয়েছে। দুর্ঘটনাস্থলে উপস্থিত লোকজন দৌড়ে ঐ পেট্রল পাম্পে গিয়ে অগ্নি নিয়ন্ত্রন কাজে ব্যবহৃত সরঞ্জাম চেয়ে সহযোগীতা চায়। কিন্তু পাম্প কর্তৃপক্ষ আগুন নেভাতে সহযোগীতা করতে অপারগতা প্রকাশ করেন। এসময় গাড়ির মালিক মিন্টু হাওলাদার ছুটে এসে পাম্প ম্যনেজারের কাছে আকুতি জানিয়ে বলেন, ‘আমার গাড়িটি পুড়ে যাচ্ছে আপনারা একটু সাহায্য করেন।’ কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। পাম্পের ম্যনেজার সাফ জানিয়ে দেয় “পাম্প মালিকের অনুমতি ছাড়া আমি অগ্নি নির্বাপক সরঞ্জাম দিতে পারবোনা।” ততক্ষণে মিন্টুর গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে। খবরপেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, ‘আগুন নেভাতে অসহযোগীতা করেছে কিনা? সিসিটিভি ফুটেজে কি আছে? তা খতিয়ে দেখার জন্য “ইউশা ফিলিং ষ্টেশন” নামক ঐ পাম্পের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছিলো।

সর্বশেষ