২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে ‘সাড়ে তিনশ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত শহর রক্ষা বাধ দখলের মহোৎসব উজিরপুরে মাদকসহ জেলা ডিবি'র খাচায় ১ মাদক কারবারী আটক রাজাপুরে নিখোজ ভ্যান চালকের লাশ ভাসছিলো নদীতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মা ও ভাইকে মারধরের অভিযোগ।। আমতলীর আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন। পিরোজপুরে হিন্দু মেয়েকে বিয়ে দিয়ে শুভেচ্ছায় ভাসছেন মুসলিম দম্পতি ফেক আইডির প্রেমের টানে তালতলীতে এসে প্রতারিত আখাউড়ার যুবক দুমকিতে এজেন্ট ব্যাংকিংয়ের কোটি টাকা লোপাট, স্বামী-স্ত্রী গ্রেফতার বানারীপাড়ায় সিএনজি দূর্ঘটনায় চালক নিহত: ৫ যাত্রী আহত সদর উপজেলার প্রতিটি মানুষ আমার কাছে সমান : এসএম জাকির

রাজাপুরে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন ভারসাম্যহীন নারী

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝলকাঠি প্রতিনিধি :: ঝলকাঠির রাজাপুরে ফুটফুটে এক সন্তানের জন্ম দিলেন বুদ্ধি প্রতিবন্ধী লাইজু। বৃহস্পতিবার (৩ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুত্র সন্তান জন্ম দেন তিনি।

স্থানীয়রা জানান, বাবা-মা হীন বুদ্ধি প্রতিবন্ধী লাইজু উপজেলার আঙ্গারিয়া এলাকায় ভূমিহীন চরে বসবাস করেন। স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানতে পান স্বামী ছাড়া ওই বুদ্ধি প্রতিবন্ধী সন্তান সম্ভাবনা। তাকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করানো হলে বৃহস্পতিবার সকালে ফুটফুটে সন্তান জন্ম দেন।

১০ বছর আগে উপজেলার ভাতকাঠি এলাকায় বিবাহ হয়েছিল লাইজুর। স্বামী আরেকটি বিয়ে করলে তাকে ডিভোর্স দিয়ে চলে আসেন তিনি। ওই সংসারে ছয় বছরের একটি ছেলে রয়েছে তার। ওই সময় থেকে তিনি ভারসাম্যহীন হয়ে পড়েন। তার মা-বাবা ও জমি না থাকায় চরে বসবাস করতো সে।

 

রাজাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল বলেন, তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোক্তার হোসেন বলেন, তাকে আইনগত সহায়তা করা হবে। সুস্থ হলে তার সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ