২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাকেরগঞ্জে গ্রামাঞ্চলে চোর-ডাকাত আতঙ্ক ! গায়ে মাখছেনা পুলিশ বরিশালে পেশাজীবি সমন্বয় পরিষদের ঈদ পুনর্মিলনী এবার তালতলীর আরেক ইউপি চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল মনপুরায় ব্যবসায়ীর দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল চুরি গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু বরগুনায় সাড়ে ৪ লাখ টাকার গাঁজাসহ কারবারী আটক বরিশাল সদর উপজেলা নির্বাচনে আমার কোন চেয়ারম্যান প্রার্থী নেই : পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গাবালীতে মুগডাল তোলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, দুই নারীসহ আহত ৭ ববি শিক্ষিকার চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৩ দেশীয় তহবিলের অর্থে নির্মাণ হচ্ছে মীরগঞ্জ সেতু

রাজাপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বিআরটিসি বাসের ধাক্কায় নিহত ২, আহত ৩০

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কে বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দিয়েছে। এতে বাসটির সুপারভাইজার ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন।

শুক্রবার (২৪ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিআরটিসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার মেহেদী হাসান ও পারভেজ নামে এক যাত্রী নিহত হন।

আহত বাস যাত্রীরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে পাথরঘাটার উদ্দেশ্যে সকালে যাত্রা শুরু করে বাসটি। ছাড়ার পর থেকে কয়েক দফা চালক, হেলপার ও সুপারভাইজারদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ কারণে চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন। একপর্যায়ে বরিশাল-পাথরঘাটা সড়কের কানুদাশকাঠি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে বাসটি খাদে পড়ে যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, আহতদের রাজাপুর ও ভান্ডারিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থা গুরুতর হওয়ায় বাসটির চালককে বরিশালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় সাময়িক যান চলাচল বন্ধ হলে পুলিশ তাৎক্ষণিকভাবে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ