১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাউফলে বজ্রপাতে শ্রেণি কক্ষে সংজ্ঞা হারিয়ে হাসপাতালে দুই শিক্ষার্থী চরফ্যাশনে বিদ্যুৎস্পৃ*ষ্টে প্রাণ গেল শিশুর দশমিনায় মোবাইল না দিয়ে মায়ের বকাঝকা, এসএসসি পাস শিক্ষার্থীর আ*ত্মহ*ত্যা দুমকিতে কাওসার আমিনের উঠােন বৈঠকে হাজার হাজার জনতার ঢল গলাচিপা উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ১৫ জন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন হজ ইসলামের অন্যতম স্তম্ভ স্বর্ণের দাম আরও বাড়ল ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, হুঁশিয়ারি সংকেত সুষ্ঠু নির্বাচনের অন্তরায় এমপি পঙ্কজ, হিজলায় চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শেবাচিমের সব সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ শুরু করেছে : স্বাস্থ্য সচিব

র‌্যাব-৮ এর অভিযানে দুটি গাঁজা গাছসহ চাষি গ্রেপ্তার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: মাদারীপুরে ২ কেজি ৭৫০ গ্রাম ওজনের দুটি তাজা গাঁজা গাছসহ বিধান পইস্তা (৪২) নামের এক গাঁজা চাষিকে আটক করেছে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার(২৬ নভেম্বর ) বিকেলে প্রেস রিলিজের মাধ্যমে র‌্যাব-৮ সাংবাদিকদের জানান, গত ২৫ নভেম্বর বুধবার রাত ১২ টার দিকে মাদারীপুর সদর উপজেলার দত্তকেন্দুয়া গ্রামে অভিজান চালিয়ে বিধান পইস্তা নামে একজন গাঁজা চাষীকে আটক করা হয়েছে।

আটক বিধান পইস্তা মাদরীপুর সদর উপজেলার দত্তকেন্দুয়া গ্রামের মৃত পূর্ণ পইস্তার ছেলে।

র‌্যাব-৮ এর সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোহাম্মদ তাজুল ইসলাম বরিশালটাইমসকে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি মাদারীপুর জেলার সদর থানার দত্তকেন্দুয়া গ্রামে বিধান পইস্তা নামক এক ব্যক্তি তার বসত বাড়ী সংলগ্ন পুকুরের পাশে গাঁজা চাষের কার্যক্রম চালিয়ে আসছে।

ওই সংবাদের ভিত্তিতে ২৫ নভেম্বর বুধবার রাত ১২ টার সময় মাদারীপুর জেলার সদর থানার দত্তকেন্দুয়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজা চাষী বিধান পইস্তাকে আটক করা হয়েছে। এ সময় আটককৃত আসামীর বসত বাড়ী সংলগ্ন পুকুরের পশ্চিম পাশে তল্লাশী করে প্রায় ১৫ ফুট দৈর্ঘ্যের ২ কেজি ৭৫০ গ্রাম ওজনের ০২টি (তাজা) গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।

আটক আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামী বিধান পইস্তা একজন পেশাদার গাঁজা চাষী ও মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ তার নিজ বসত বাড়ীর আশেপাশের এলাকায় অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা চাষ ও বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিলেন। বিধান পইস্তাকে উদ্ধারকৃত গাঁজা গাছসহ মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিধান পইস্তা বিরুদ্ধে মাদারীপুর জেলার সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ