১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বিয়ের দাবী নিয়ে ইডেন পড়ুয়া ছাত্রী চরফ্যাশন প্রেমিকার বাড়িতে ২দফা অনশন! শিক্ষিকাকে কুপিয়ে হত্যার চেস্টা, গ্রেপ্তার-১ সাংবাদিক শাহিন হাফিজের "মা" র মৃত্যু, এনডিবিএ'র শোক প্রকাশ মহাসড়কে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ করতে বরিশাল জেলা প্রশাসনের অভিযান পটুয়াখালীর দুমকিতে প্রাণিসম্পদ প্রদর্শনী  উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান বরিশালে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক বানারীপাড়ায় তহশিলদার ও সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রিজন সেলে হাজতিকে হত্যার দাবি স্বজনদের, কারারক্ষীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দাম বেড়ে ফের রেকর্ড, স্বর্ণের ভরি ১ লাখ ২০ চরকাউয়া ইউনিয়ন যুবলীগের মতবিনিময় সভায় খান মামুন

লকডাউন নয়, চাই চিকিৎসার নিশ্চয়তা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আমিনুল শাহীন
“করোনা” মহামারীতে থমকে গেছে গোটা মানবজাতি। আকৃতি যা-ই হোক মানুষের মৃত্যু নিশ্চিত করাই ওর কাজ।নতুন নতুন রুপে মানবদেহে আক্রামন চালাচ্ছে করোনা। করোনার মরন ছোবল হতে বাচার চেস্টা চলছে পৃথিবী জুড়ে। আমাদের দেশে মানুষের মাঝে করোনার সংক্রাম রোধে চলছে নানা পদক্ষেপ। মার্চে দেখা দেয়া করোনা রোধে সকল শিক্ষা প্রতিস্ঠান বন্ধ রয়েছে। দীর্ঘ দিন বন্ধ ছিলো কল -কারখানা,অফিস আদালত। সকল প্রকার যানবাহন বন্ধ থাকায় কোথাও যাতায়াত করতে পারেনি কেউ।তবুও করোনা থেমে নেই।কারন হিসেবে অনেকেই বলেছেন রোগ গোপন করা এবং বিলম্বে “করোনা” টেস্টের রিপোর্ট পাওয়া এ সংক্রামন বিস্তারের জন্য দায়ী। করোনা ভাইরাস রোধে ব্যবহৃত ভেজাল পণ্যে বাজার সয়লাব।যদিও এসকল ভেজাল পণ্য নির্মূলে মাঠে কাজকরছে প্রশাসন।”করোনা” আর্বিভাবের পরহতেই গাঢাকা দিতে শুরু করেছেন স্বাস্থ্য বিভাগের গুরু দায়িত্বে নিয়োজিত অধিকাংশ চিকিৎসক। পাশাপাশি চিকিৎসা সেবা দিতে গিয়ে প্রান হারিয়েছেন অনেক চিকিৎসক।করোনাকে ভয় না করে জীবনবাজী রাখা চিকিৎসকের সংখ্যা কমনয়।তবে আক্রান্তের তুলনায় সামান্য।খন্ড খন্ড লকডাউন আমাদের কতটা কল্যানকর হবে তা জানানেই।তবে চিকিৎসা ব্যাবস্থাকে ভংগুর অবস্থা হতে ফেরাতে না পারলে ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করতে হবে। ভেষজ আর ঘরের চিকিৎসা যদি এতটা কার্যকর হবে তাহলে বড় বড় সাইনবোর্ডে দেশী, বিদেশী ডিগ্রী লাগিয়ে মোটাঅংকের ফি হাকিয়ে রোগী দেখতেন কেন? বেশি ফি আর নির্দিষ্ট পরিমান রোগীদেখা চিকিৎসকরাই বেশি গা ঢাকা দিয়েছেন।এমনকি চিকিৎসকরা করোনায় আক্রান্তের পরেও চিকিৎসা পাচ্ছেনা এমন চিত্র দেশ জুড়ে।তবে এর ব্যাতিক্রম পল্লী চিকিৎসক, গ্রাম ডাক্তাররা এসময় কোনভাবেই আত্মগোপনে যাননি তারা।স্বাস্থ্যরক্ষার অনেক যোদ্ধাদে এমন আচরন প্রশ্নবিদ্ধ করেছে বিবেককে। করোনা রোধে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো ও সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি। চিকিৎসা ক্ষাতকে দ্রুত ভংগুর অবস্থা হতে সচল না করতে পারলে কোন লকডাউন ই সফলতা বয়ে আনতে সক্ষম হবেনা। জনসচেতনতা সৃষ্টি না হলে লগডাউন এলাকায় দায়িত্বপালন কারী সকল প্রকার প্রশাসনি কর্মকর্তা কর্মচারীরা করোনা আক্রান্তের ঝুকিতে থাকবেন। সর্বোপরি সকলের অংশগ্রহণে আসবে করোনা মুক্তি পাবো আগামীর সুন্দর পৃথিবী।

লেখক:
নির্বাহী সম্পাদক- বরিশাল বাণী ডটকম ।
বার্তা সম্পাদক- দৈনিক আজকের বরিশাল।

সর্বশেষ