১৩ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

লঞ্চডুবিতে জড়িতদের শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঢাকায় লঞ্চডুবিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আজ বুধবার বেলা ১২টায় বরিশাল নগরীর লঞ্চঘাটের সামনে সংগঠনটির মহানগর সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ‘বিআইডব্লিউটিএর অব্যবস্থাপনার কারণে এ লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।’

এ সময় সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ