২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাকেরগঞ্জে গ্রামাঞ্চলে চোর-ডাকাত আতঙ্ক ! গায়ে মাখছেনা পুলিশ বরিশালে পেশাজীবি সমন্বয় পরিষদের ঈদ পুনর্মিলনী এবার তালতলীর আরেক ইউপি চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল মনপুরায় ব্যবসায়ীর দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল চুরি গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু বরগুনায় সাড়ে ৪ লাখ টাকার গাঁজাসহ কারবারী আটক বরিশাল সদর উপজেলা নির্বাচনে আমার কোন চেয়ারম্যান প্রার্থী নেই : পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গাবালীতে মুগডাল তোলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, দুই নারীসহ আহত ৭ ববি শিক্ষিকার চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৩ দেশীয় তহবিলের অর্থে নির্মাণ হচ্ছে মীরগঞ্জ সেতু

লঞ্চ তৈরি করল ১১ বছরের তানভীর ! দেখতে মানুষের ভিড়

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।।
মহামারি করোনা ভাইরাসে স্কুল বন্ধ থাকায় দীর্ঘ একমাসের প্রচেষ্টায় ৬ষ্ঠ শ্রেনীতে পড়–য়া এক মেধাবী শিক্ষার্থী বিশাল আকারের বহুতল লঞ্চ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে পটুয়াখালীর দশমিনা এলাকাবাসীকে। উপজেলার সদর ইউনিয়নের পূজা খোলা গ্রামের হাবিবুর রহমানের ছোট ছেলে তানভীর রহমান। প্রতিদিনই লঞ্চটি দেখতে এলাকার মানুষকে ভিড় করতে দেখা যায়। তৈরি করা লঞ্চটির নাম দেওয়া হয়েছে ‘সাব্বির এন্ড তানভীর-০১’। বাবার সাথে নদীপথে যাতায়েত করে তানভীর। এরপর থেকেই লঞ্চ তৈরির আগ্রহ দেখায়। একপর্যায়ে বাবার অনুপ্রেরণায় ও সহযোগিতায় নিজের মেধা খাটিয়ে ককসিট, মোটর, লাইটিং ও ব্যাটারি দিয়ে নিজের হাতে লঞ্চটি তৈরি করে। মাত্র ১১ বছর বয়সে ‘সাব্বির এন্ড তানভীর-০১’ তৈরি করা শিশুর পুরো নাম তানভীর রহমান। দশমিনা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনিতে পড়–য়া শিক্ষার্থীর প্রখর মেধা ও পারদর্শিতা নজর কেড়েছে এলাকাবাসীর। লঞ্চ তৈরির উপাদান সম্পর্কে জানতে চাইলে তানভীর জানায়, লঞ্চটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে ককসিট, ব্যাটারি চালিত মোটর, ম্যাজিক লাইট এবং গাম। আর এতে ব্যায় হয়েছে ৩ হাজার টাকা। ব্যাটারি চালিত লঞ্চটি শিশুর নিজবাড়ির পুকুরে চলমান। লঞ্চটিতে ব্যবহার করা বিভিন্ন আলোকসজ্জা ও মিউজিক বাতির ঝলকানি মিটমিট করছে। নিখুত হাতে তৈরি করা লঞ্চটির ভেতরে রয়েছে মাস্টার ও যাত্রীদের কেবিন। যার সৌন্দর্য সবার নজর কেড়েছে। লঞ্চটি দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই লোকজন আসতে দেখা যায়।
লঞ্চ তৈরির তানভীর রহমান জানায়, কোনো কিছু দেখে সহজেই আয়ত্ত করতে পারে সে। ভালো লাগে নতুন কিছু করতে। লঞ্চ তৈরি করা তার শখের মধ্যে একটি। তার এ লঞ্চ তৈরিতে একমাস সময় ও তিন হাজার টাকা ব্যায় হয়েছে। পানিতে প্রায় দেড় ঘন্টা সামনে পিছনে চলাচল করে। সে এর আগে একটি মাটি কাটার ভেকু তৈরি করেছে। তানভীর রহমান আরও জানান ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়।
শিশুটির বাবা হাবিবুর রহমান মুন্সি বলেন, ‘দুই ছেলের মধ্যে তানভীর ছোট। সে আমার সাথে ঢাকাগামী লঞ্চ থেকে দোকানের মালামাল আনতে গিয়েছিল। লঞ্চ দেখে বিভিন্ন কৌতূহলী প্রশ্ন করে। আমি সাধ্যমত উত্তর দিয়েছি। কয়েকদিন পর থেকেই তাকে লঞ্চ তৈরিতে ব্যস্ত দেখা যায়। আমিও তার আগ্রহে সাড়া দেই। তানভীর যেন ভবিষ্যতে মেরিন ইঞ্জিনিয়ার হয়ে দেশের জন্য ভলো কিছু করতে পারে। তাই আমি সবার দোয়া চাই।’
উপজেলার পুজা খোলা গ্রামের উল্কা রানী ও জামাল হোসেন জানান, তানভীরের তৈরির লঞ্চটি দেখে মনে হচ্ছে হুবাহুব একটি লঞ্চ। আর কেউ যেনও বাড়ির পুকুরের পানিতে ভাসিয়ে দিয়েছেন। লঞ্চটি পানিতে প্রায় দেড় ঘন্টা চলে।
দশমিনা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইকবাল মাহামুদ লিটন বলেন, ‘আমার ওয়ার্ডে একটি শিশু লঞ্চ তৈরি করেছে শুনে মানুষ দেখতে আসে। তারা প্রশংসা করে। তাই আমিও দেখতে এসেছি। শিশুটির প্রতিভা দেখে এলাকার সবাই মুগ্ধ।’

সর্বশেষ