১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

লালমোহনে ৫০ লাখ চিংড়ির রেণু জব্দ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ভোলা প্রতিনিধি ::: ভোলার লালমোহনে ৫০ লাখ বাগদা ও গলদা চিংড়ির রেণুসহ দুজনকে আটক করা হয়। শুক্রবার (২৮ জুন) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সময় ৫০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়।

এরআগে বৃহস্পতিবার (২৭ জুন) উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর বেড়ির মাথা এলাকা থেকে এসব চিংড়ির রেণু ও জাল জব্দ করা হয়।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ ও উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত রেণু তেঁতুলিয়া নদীতে অবমুক্ত করা হয়।

সর্বশেষ