১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

লালমোহনে মধ্যরাতে উচ্চস্বরে স্পিকার বাজিয়ে ভ্রমণ উৎসব, আটক ১৮

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ভোলা প্রতিনিধি ::: ভোলার লালমোহনে গভীর রাতে আনন্দ ভ্রমণের নামে উচ্চস্বরে স্পিকার বাজিয়ে শব্দদূষণ করায় ১৮ ভ্রমণকারীসহ কাভার্ডভ্যান আটক করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পৌরসভা গেট সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

জানা যায়, ভোলার আলীনগর থেকে আনন্দ ভ্রমণের জন্য রাতে কাভার্ডভ্যানযোগে চরফ্যাশনের উদ্দেশ্যে রওনা করে ১৮ কিশোর ও যুবক। রাত সাড়ে ৩টার দিকে পৌরসভা গেট সংলগ্ন এলাকায় আসলে ওই কাভার্ডভ্যানটি আটক করেন থানার রাত্রীকালীন দায়িত্বরত এসআই সাইদুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, আনন্দ ভ্রমণের নামে উচ্চস্বরে স্পিকার বাজিয়ে শব্দদূষণ ও মানুষকে বিরক্ত করার কারণে ১৮ ভ্রমণকারীসহ তাদের বহন করা কাভার্ডভ্যানটি আটক করা হয়। আটককৃতদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিভাবকরা আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ