২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
দেশের বীমা খাতে দৃষ্টান্ত স্থাপন করছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ২৯ মে সারাদিন লালমোহন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কায় ভোট দিন আবারও বাড়ল স্বর্ণের দাম সৌদিতে ২৮৭৬০ বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন, দুইজনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন সোমবার থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা ৬৫ দিন বন্ধ বোরহানউদ্দিনে ভোটারদের টাকা দেওয়ার ছবি ভাইরাল, ক্ষমা চাইলেন ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাচন ঘিরে ভোলার উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন

লিমন আহমেদের গল্পে পরিচালনায় নাম লেখালেন নিকুল মন্ডল

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অনন্যা অনু, বিনোদন প্রতিবেদকঃ মহল্লার একসময়ের ডাকসাইটে সুন্দরী কবিতা অনেকদিন পর মহল্লায় ফিরে আসে৷ স্বামীর সঙ্গে সে কলকাতায় থাকতো৷ হঠাৎ কেন সে ফিরে এলো তা জানা যায় না৷ তবে তার মলিন মুখ দেখে অনেকে কষ্ট পায়, অনেকে নানারকম গল্পও ছড়ায়৷ কেউ বলে কবিতার স্বামী তালাক দিয়েছে৷ কেউ বলে কবিতা বিধবা হয়ে ফিরে এসেছে৷ কবিতা বা তার পরিবার এসব নিয়ে মুখ খুলে না৷ এদিকে কবিতার প্রত্যাবর্তনে উল্লাস বয়ে যায় মহল্লার কবি সংঘে৷ এ সংঘের সভাপতি কবি নুরুল একসময় ভালোবাসতো কবিতাকে৷ খবর পেয়ে নুরুল কবিতাকে দেখতে তার বাড়ি যায়৷ কিন্তু কবিতার সাড়া মিলে না৷ বারবার চেষ্টাতে ব্যর্থ হয়ে সে আবার কবিতা লিখতে শুরু করে৷ এরকমই এগিয়ে যাওয়া গল্পে নির্মিত হয়েছে নাটক। নাটকটির নাম ‘নুরুলের শেষের কবিতা’।

সাংবাদিক লিমন আহমেদের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন অভিনেতা নিকুল কুমার মণ্ডল। এতে নুরুল চরিত্রে ইমতিয়াজ বর্ষণ ও কবিতা চরিত্রে নাজিয়া হক অর্ষা অভিনয় করেছেন। নাটকটিতে আরো অভিনয় করেছেন শহীদুল্লাহ সবুজ, মিলি বাশার, মাসুম বাশার, আনন্দ খালেদ, যুবায়ের হিল্লোল, জাহিদ হিমেল, জুয়েল মিয়া ও ট্রান্সজেন্ডার হোচিমিন ইসলাম প্রমুখ।

নিকুল বলেন, প্রথমবার নাটক পরিচালনা করেছি। যেখানে লিমন ভাইয়ের চিত্রনাট্যে নাটকের শুটিং শেষ করেছি। এই নাটকটির গল্প ও চিত্রনাট্যও বেশ ভালো হয়েছে। প্রথম কাজটি সুন্দর করে করার চেষ্টা করেছি। আশা করি, এই নাটকটি দর্শকদের ভালো লাগবে।
নির্মাতা জানালেন, শিঘ্রই নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।

সর্বশেষ