১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষক সংকটে পিরোজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাঠদান ব্যাহত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি :: শিক্ষক সংকটে পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাঠদান ব্যাহত হচ্ছে। বিভিন্ন বিভাগে ৪৮ জন শিক্ষকের মধ্যে ৩৭টি পদই শূন্য রয়েছে। কারিগরি ও সাধারণ কর্মচারী পদেও আছে জনবল সংকট। দীর্ঘদিন ধরেশিক্ষক না থাকায় প্রায় এক হাজার শিক্ষার্থীর পড়ালেখা চলছে খুড়িয়ে খুড়িয়ে। তবে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয় পিরোজপুরের সরকারি টেকনিক্যাল স্কুল। এরপর ২০০৩ সালে স্কুলের পাশাপাশি যাত্রা শুরু হয় কলেজের। আর তারপর থেকেই প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগে শিক্ষক সংকট দেখা দেয়। ৪৮ টি পদের বিপরীতে মাত্র ১১ জন কম শিক্ষক নিয়ে কোন মতে চলছে প্রতিষ্ঠানটির পাঠদান। শিক্ষকরা অতিরিক্ত ক্লাস নিয়ে হিমশিম খাচ্ছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, কোন শিক্ষক কখন ক্লাস নেবেন, সেটা জানতে সমস্যা হচ্ছে। এতে ব্যাহত হয় শিক্ষা কার্যক্রম।

পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ফেরদৌস আরেফিন বলেন, অতিরিক্ত ক্লাস নিয়েও সিলেবাস শেষ করা যাচ্ছে না।

শিক্ষক সংকট দূর করার আশ্বাস দিয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায় । শিক্ষকের পাশাপাশি কর্মচারিও নিয়োগ দেয়া হবে বলে জানান তিনি।

সর্বশেষ