২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ফুটপাতে জমে উঠছে ঈদ কেনাকাটা পূর্ব শত্রুতার জের ধরে গৌরনদীতে শিশুসহ ৪ সদস্যকে মারধর।। রোজার মাঝে রয়েছে আল্লাহর প্রতি সুদৃঢ় ঈমান রাখার সবিশেষ প্রশিক্ষণ —ছারছীনার পীর ছাহেব। গলাচিপায় মাছ ধরাকে কেন্দ্র করে গৃহবধূকে মারধর কলাপাড়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে খাল ভরাট বরিশালে অভয়াশ্রমের নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে ৮ জেলেকে জরিমানা বরিশাল-পটুয়াখালীসহ দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে দুটি মৃত কচ্ছপ বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার হলেন কবি বিজন বেপারী রোজা মানুষের মানবিক গুণাবলি বিকশিত করে : লায়ন মোঃ গনি মিয়া বাবুল

শিক্ষার্থীদেরকে বিনাখরচে কম্পিউটার প্রশিক্ষণ দিবে ‘সাউথ মিডিয়া সেন্টার’

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

জুবায়ের আল মামুন ॥
দৈনিক দখিনের সময়-এর সহযোগী প্রতিষ্ঠান সাউথ মিডিয়া সেন্টারের রায়পাশা কেন্দ্রের কার্যক্রম বিষয়ে শনিবার(২৪ অক্টোবর)সংক্ষিপ্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নের বিলামেরপুল এলাকায় রায়পাশা স্কুল সড়কে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক ব্যাংকার ও সমাজ সেবক খোকন মোল্লা।
মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয়, আগামী শনিবার ৩১ অক্টোবর সাউথ মিডিয়া সেন্টারের রায়পাশা কেন্দ্রের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এ কেন্দ্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে বিনাখরচে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে।
দৈনিক দখিনের সময়-এর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, মহতী এই উদ্যোগের ফলে এলাকার যুবক শ্রেনী উপকৃত হবে। বক্তারা আরো বলেন, দৈনিক দখিনের সময়-এর এই উদ্যোগের ফলে যুবসমাজ অবসর সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারবে। এই প্রশিক্ষণের ফলে তাদের দক্ষতা বৃদ্ধি পাবে। যা বর্তমান আইটি নির্ভর লেখাপড়া ও ভবিষ্যতে কর্মজীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সর্বশেষ