২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে অভয়াশ্রমের নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে ৮ জেলেকে জরিমানা বরিশাল-পটুয়াখালীসহ দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে দুটি মৃত কচ্ছপ বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার হলেন কবি বিজন বেপারী রোজা মানুষের মানবিক গুণাবলি বিকশিত করে : লায়ন মোঃ গনি মিয়া বাবুল বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাথে এসএম জাকিরের মতবিনিময় সুধীজনদের সন্মানে  চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের ইফতার মাহফিল  হার্ডলাইনে পুলিশঃ এবার বরিশালে পরিবহন সেক্টরে নৈরাজ্য চলবেনা রোজা রেখে মুখের দুর্গন্ধ এড়াবেন যেভাবে বাসায় পর্যবেক্ষণে খালেদা জিয়া, সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের

শিক্ষার গুরুত্ব কেবল আ’লীগ সরকারই দিচ্ছে-পানিসম্পদ প্রতিমন্ত্রী

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী: বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও ৫০ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। ২৭ জানুয়ারি শুক্রবার বিকেলে বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের ৪ (চার) তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন বরিশাল সদর আসনের এমপি। এরপর ৫০ তম কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগ নেতা ও বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন। শুক্রবার বিকেলে আয়োজিত কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন ও ৫০ তম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, বর্তমান সরকারের শিক্ষা নিয়ে শিক্ষিত সমাজ গড়তে একটি শিক্ষিত জাতির জন্য যে সকল ভূমিকা পালন করে আসছেন সে বিষয় উপস্থাপন করেন।তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি প্রতিটি স্তরে স্তরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে যা করে আসছে তা বিগত কোন আমলে কেউ করে নি।দেশের প্রতিটি স্থানে শিক্ষার্থীদের নতুন বছরের শুরুতেই ফ্রী তে বই শিক্ষা উপকরণ সহ শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে। যাতে করে নিম্নশ্রেণীর মানুষের সন্তানরাও সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। সমাজের সুবিধা বঞ্চিতদের অসহায়দের কথা চিন্তা করেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব অনেক বেশী দিচ্ছেন। শিক্ষিত সমাজ গড়তে ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সুস্থ ধারার সমাজ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার ক্ষেত্রে বর্তমান সরকারের যে সকল ভূমিকা পালন করে আসছেন তা বিগত কোন দলই করেনি। শুধু শিক্ষাই নয় শিক্ষার পাশাপাশি দেশের প্রতিটি খাতে বর্তমান সরকার দৃশ্যমান উন্নয়ন করেছে যা জনগণের কাছে দৃশ্যমান। সুস্থ সুন্দর শিক্ষিত সমাজ গড়তে উপস্থিত শিক্ষার্থীদের মনযোগ দিয়ে লেখা পড়া করে দেশের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে বলেন,আজকের এই শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ।উপস্থিত সকলকে ধন্যবাদ সহ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল(অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি তার বক্তব্যের শেষে বর্তমান সরকার কে ভোট দিয়ে আগামীতে পুনরায় সরকার গঠনে জনগনকে পাশে থাকার অনুরোধ জানায় উন্নত দেশ গড়তে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এবং বর্তমান সরকারের নানা মূখি দেশের উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নের জন্য। সকলকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার সরকারের পাশে থাকার আহবান জানান তিনি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরিশাল অঞ্চল এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক মোঃআনোয়ার হোসেন, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃমনিরুজ্জামান,বরিশাল আওয়ামী লীগের সিনিয়র নেতা বরিশাল সিটি কর্পোরেশন এর সাবেক প্যানেল মেয়র মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক নিজামুল ইসলাম নিজাম,বরিশাল জেলা পরিষদের সদস্য মোঃশহিদুল ইসলাম ইটালি শহিদ,বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, সি,জেড,এম এর পরিচালক মোঃমামুনুর রশীদ চৌধুরী, ১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃফজলুল হক সরদার,বিশিষ্ট সমাজ সেবক শোলনা মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃআবদুর রব হাওলাদার সহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃফরিদ উদ্দিন ও সভাপতিত্ব করেন কার্যনির্বাহী পরিষদের সভাপতি আনিছুর রহমান দুলাল।৫০ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দ সহ শিক্ষক শিক্ষিকারা।

সর্বশেষ