২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে পটুয়াখালীতে বিএমজিটিএ এর আলোচনা সভা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাউফল প্রতিনিধি:
মুজিব বর্ষে মাদ্রাসাসহ সকল বেসকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে পটুয়াখালীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এ্যাসোসিয়েশন(বিএমজিটিএ) পটুয়াখালী জেলা শাখার উদ্দ্যোগে আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমজিটিএ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হারুন আর রশিদ । পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ শান্ত ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএমজিটিএ এর বাউফল উপজেলা শাখার সভাপতি তোফাজ্জেল হোসেন, কলাপাড়া উপজেলা শাখার সভাপতি আলিমুজ্জামান, দশমিনা উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, গলাচিপা উপজেলা শাখার সভাপতি মোঃ কাওসার হোসেন, দুমকী উপজেলা শাখার সভাপতি মোঃ মাসুদ আলম, পটুয়াখালী সদর উপজেলার সভাপতি মোঃ লোকমান হাকিম, মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ, রাঙ্গাবালী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসাহাক প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন। বক্তারা এ সময়ে জাতীয়করণের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর নীতিমালায় থাকা বিদ্যমান বৈষম্য দূর করে পুনঃরায় এমপিও নীতিমালা প্রকাশের দাবী জানান। আলোচনা শেষে মোঃ সোহরাব হোসেনকে সভাপতি, মোঃ জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক ও মোঃ লোকমান হাকিমকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫সদস্য বিশিষ্ট জেলা কমিটি পুর্নগঠন করা হয়।

সর্বশেষ