১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

শিশুর পুষ্টির চাহিদা পূরণে দু:গ্ধ খামার গড়ে তোলার আহবান জানালো আমু

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মাসুম খান, ঝালকাঠি ::: আমাদের দেশে বিদেশ থেকে শিশু খাদ্য হিসেবে যে সব প্যাকেটজাত দুধ আসে সব সময় তার গুনগত মান সঠিক থাকেনা মন্তব্য করে ১৪ দলের সমন্বয়ক ও মূখপাত্র ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু এবং দু:গ্ধ খামার গড়ে তোলার প্রতি আহবান জানিয়েছেন।

তিনি আর বলেন, এতে যেমন কর্মসংস্থান ও স্বচ্ছলতা আসবে তেমনি শিশুর পুষ্টির চাহিদা পূরণ হবে।

শনিবার ২৫ ফেব্রুয়ারি সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাণি সম্পদ পদর্শনী অনুষ্ঠানের প্রধান অথিথির বক্তব্যে এসব কথা বলেন এই প্রবীণ নেতা।

সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকতা সাবেকুন নাহার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্ত কৃষি বিদ মোহাম্মদ ছাহেব আলী, মোঃ মাইনুল হক অতিরিক্ত পুলিশ সুপার (র্সাবিক) সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান,সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্ত ডা.শেখ আরিফুর রহমানসহ আরো অনেকে।

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে গুরু-মহিষ, ভেড়া সহ বিভিন্ন গবাধি পশু ও হাস-মুরগির নিয়ে ৪৫টি স্টলে প্রদর্শনীর আয়োজন করা হয়।

সর্বশেষ