১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

“শিশু অধিকার রিপোর্টিং ও মিডিয়ায় সাংগঠনিক সংবাদ প্রেরণ” শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শিশু সংগঠন খেলাঘর আসনের কর্মীদের জন্য “শিশু অধিকার রিপোর্টিং ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সাংগঠনিক সংবাদ প্রেরণ” শীর্ষক এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খেলাঘর বরিশাল জেলা কমিটির উদ্যোগে প্রশিক্ষন কর্মশালা আয়োজন করে প্রচার ও প্রকাশনা দপ্তর। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় এই কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে বরিশালের চেয়ারম্যান প্রফেসার মো. আব্বাস উদ্দীন খান। নগরীর কলেজ রোস্থ জাহানার ইজরাইন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ত্ব করেন খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি পঙ্কজ রায় চৌধুরী।
প্রচার ও প্রকাশনা দপ্তরের সম্পাদক এবং প্রশিক্ষন কর্মশলা আয়োজন কমিটির আহবায়ক মঈনুল ইসলামের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন,শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন, বিশিষ্ঠ কবি ও জাহানারা ইজরাইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সালেহ মাহমুদ শেলী, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, খেলাঘর কেন্দ্রয়ী কমিটির সভাপতি মন্ডলীর সদস্য জীবন কৃষ্ণ দে, বরিশাল জেলা কমিটির সাবেক সভাপতি নজমুল হোসের আকাশ, বরিশাল সাংস্কৃতিব সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, খেলাঘর বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক তৌছিক আহমেদ রাহাত প্রমূখ। কর্মশালার পরিচালনার দায়িত্বে ছিলেন সাংবাদিক মনিরুল আলম স্বপন খন্দকার। কর্মশালায় বরিশালে জেলার অর্ন্তভ’ক্ত খেলাঘরের বিভিন্ন আসনের ৬৪জন কর্মী অংশ গ্রহন করেন। প্রশিক্ষন শেষে অংশ নেওয়া খেলা কর্মীদের মধ্যে সনদ বিতরন করেন অতিথিরা।

সর্বশেষ