১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শীতের বুড়ী– সুনিল বরন হালদার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আমি শীতের বুড়ী

থাকি হিমালয়ের চূড়ায়

উত্তরের বাতাস পেলে

আসি তোমাদের বংলায়।

 

ঝড় বাদল তাড়িয়ে দিয়ে

আকাশ রাখি পরিস্কার

দিনে সূর্য রাতে চন্দ্র-তারা

অবারিত রূপ সবার।

 

গরম থেকে মুক্তি দিতে

ঠান্ডা হাওয়া নিয়ে আসি

পাকা ধান ঘরে তুলে

কৃষকের মুখে হাসি।

 

পথে ঘাটে কাদা নেই

মেঠো পথ ডাকে তোমায়

শিশির ভেজা ফুলের কলি

পাঁপড়ি মেলার অপেক্ষায়।

 

কৃষক শ্রমিক কাজ করে

সহজে হয় না ক্লান্ত

কুয়াশায় ঢাকা ভোরে

প্রকৃতি মোহনীয় শান্ত।

 

স্নান করার সময় এলে

আমায় বলো না মন্দ

আমি থাকলে পাও তুমি

খেজুর রসের গন্ধ।

 

প্রকৃতির অনেক রূপ

ছয় ঋতুর এই অঞ্চলে

পৌষ মাঘ দুই মাস

আমার রাজত্ব চলে।

     —–o—-

সর্বশেষ