১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আদালতের আদেশ পালন না করায় পটুয়াখালীর ডিসিকে হাইকোর্টে তলব আড়াই বছরের সাজার ভয়ে ১২ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না রনির বাংলাদেশের কোনো তরুণ-তরুণী আর বেকার থাকবে না: পলক পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল যমুনার তীরে গর্তে মিলল নি*খোঁজ ২ ভাইয়ের মরদেহ ড. এম এ ওয়াজেদ মিয়া সম্মাননা পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল মঠবাড়িয়ায় রহস্য জনক ভাবে শিশু সন্তান নিয়ে নারী নিখোঁজ  সড়ক দুর্ঘটনা অন্যতম জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুর অনলাইন ম্যানেজমেন্ট ও সঞ্চয়ের উপকারিতায় অবহিতকরণ সভা চরফ্যাশনে চুরির অপবাদে ডেকে নিয়ে রিকশাচালককে মারধর, ফাঁকা স্ট্যাম্পে সই

শীতের হালকা আমেজ বরিশালে…..!!

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম.আর.মন্টু / ইমরান হোসেন: কাঠ পোড়ানো গরমের পরে ঘন কুয়াশার মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলে শুরু হয়েছে শীতের আমেজ। যার কারনে দ্রুত পরিবর্তন ঘটে প্রকৃতি ও পরিবেশের। কচুপাতা, কলা পাতা, আর ঘাসের ডগায় শিশির বিন্দু এক অন্যরকম বৈচিত্রতা এনে দিয়েছে প্রকৃতিতে। যেনো নতুন ক্যানভাসে ফুটে উঠেছে প্রকৃতি। নিয়মিত কমছে তাপমাত্রা। রাতের ঘন কুয়াশা ও ভোরে ঘাসের ডগায় শিশির বিন্দু জানান দিচ্ছে শীত এসে গেছে। দিনের বেলায় আবহাওয়া হালকা কিছুটা গরম থাকলেও সন্ধ্যার পর থেকে শীত অনুভূত হচ্ছে। রাতে লেপ, কাঁথা, কম্বল শরীরে না দিলেই নয়। ভোরে কুঁয়াশার চাঁদরে মোড়ানো থাকছে চারদিক। সকালে চারদিকে কুয়াঁশার অপরূপ সৌন্দর্য্য। সূর্যদ্বয়ের সঙ্গে সঙ্গেই শিশির বিন্দু উকি মারছে, ঘাষ,কলা পাতা-কচু পাতা, ধানের ডগা আর ফুল ও লাউ গাছের ডগায়। শুধু তাই নয়, চুলের ফাঁকে ফাঁকে শিশিরের জাল বোনা আর কুঁয়াশার চাদরে ঢাকা শীতের সকাল যেন মানুষের অঙ্গ অঙ্গে শীহরনের ছোঁয়া দিয়ে যাচ্ছে। প্রকৃতি যেন শীতের ছোয়াঁয় আরও অপুরূপ ধারন করছে। রূপের ডালা সাজিয়ে বসে থাকছে প্রকৃতি। নীরব প্রকৃতি, চারিদিকে শীতল হাওয়া। দূর্বাঘাস কিংবা ধানগাছের পাতায় মুক্তোদানার মতো জমাট বাঁধা আছে শিশির-কণা।ভোরের আলো ফোটার পর গ্রামের মানুষ যখন বেরিয়ে আসে, রক্তিম সূর্য তখন কুয়াশা ভেদ করে পূর্ব আকাশে হাজির হয় লাল আভা নিয়ে। তথ্য মতে এমনটাই উঠে এসেছে। এছাড়াও মানুষের সাজ পোষাকেও পরিবর্তন এসেছে। লেপ, তোষক, সোয়েটার, চাদর আর পশমী কাপড়ের খোঁজে ছোটাছুটি করছে মানুষ। লেপ, তোষকের দোকান, বিভিন্ন মার্কেট, ষ্টোর আর পুরাতন কাপড়ের দোকানগুলোতে বাড়ছে তাদের আনাগোনা। গতকাল বরিশালের বেশ কয়েকটি স্থান ঘুরে দেখা যায়, পূর্বের চেয়ে বর্তমান সময়ে কৃষকরা বেশি ব্যস্ত হয়ে পড়েছেন শীতের সবজি ও অন্যান্য শীতকালীন ফসল উৎপাদনে। বেলা বাড়ার সঙ্গে কৃষকের ব্যস্ততা বাড়ে। নতুন ফসলের বীজ বুনতে মাটির বুকে চলে লাঙলের ফলা। হাট-বাজারে উঠেছে আগাম শীতকালীন বিভিন্ন সবজি।তবে, বৈচিত্র্যময় হলেও শীত কখনোই উপভোগের হয় না খেটে খাওয়া মানুষের কাছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য কাছে টানে না তাদের। গ্রামীণ জনপদে ঢেলে দেয়া প্রকৃতির এ সৌন্দর্য উপভোগের ফুরসত নেই এসব মানুষের। কাঁপন ধরা শীতের পদধ্বনি দুশ্চিন্তায় তারা। এ মানুষগুলোর কাছে শীত মানেই যেন কষ্ট। শীতের পদধ্বনি শঙ্কিত করে তুলেছে খেটে খাওয়া অভাবী মানুষদের। এদিকে ঠাণ্ডা আবহাওয়ায় অনেকেই আক্রান্ত হচ্ছেন জ্বর, সর্দি ও কাশিসহ নানা রোগে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। শীতজনিত রোগ থেকে রেহাই পেতে শিশুদের গরম কাপড় পরানো ও ঠান্ডা থেকে দূরে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

সর্বশেষ