১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
রাজাপুরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে মাইক্রোবাসে আগুন পিরোজপুরে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে জখম পটুয়াখালীতে মালিক সমিতির সভাপতির বাসকে জরিমানা, দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ মঠবাড়িয়ায় দুই শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন কুয়াকাটায় রাখাইন সম্প্রদায়ের নববর্ষের সাংগ্রাইন উৎসব শুরু গলাচিপায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী তালতলীতে ইউপি চেয়ারম্যানের নগ্ন ও আপত্তিকর ভিডিও ভাইরাল বরগুনার ৭৯৮ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ১৬৯টি ঝুঁকিপূর্ণ ১৯ এপ্রিল স্বরূপকাঠির মাস্টার মজিবুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী মহাসড়কে দূর্ঘটনা রোধে বরিশাল জেলা প্রশাসনের অভিযান

শেখ কামাল ছিলেন যুব সমাজের অহংকার: শাহীন চাকলাদার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার বলেছেন, শেখ কামাল ছিলেন যুব সমাজের অহংকার। তিনি বেঁচে থাকলে এ দেশের যুব সমাজ আজ বাংলাদেশকে অনেক দূর নিয়ে যেত। সেদিনের মতো আজও চক্রান্তকারীরা নানামুখী ষড়যন্ত্র করছে। এই অপতৎপরতা রুখতে প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসেবে প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।

বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের ৭১তম জন্মদিন উপলক্ষে যশোরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহীন চাকলাদার এসব কথা বলেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে যশোর সদর উপজেলা ও শহর আওয়ামী লীগ এই আলোচনার আয়োজন করে। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি আরও বলেন, শেখ কামাল ছিলেন একজন মুক্তিযোদ্ধা। উত্তাল একাত্তরে দেশপ্রেমে উদ্বুদ্ধ এক টগবগে যুবক। স্বাধীনতার পর তিনি দেশকে এগিয়ে নিতে কিছু গুরুত্বপূর্ণ কাজে হাত দেন। দেশের যুবসমাজকে ইতিবাচকভাবে গড়ে তুলতে খেলাধুলার প্রতি গুরুতারোপ করেন। গড়ে তোলেন আবাহনীর মতো একটি ফুটবল ক্লাব। কিন্তু ঘাতকের নির্মম বুলেট তাকেসহ পরিবারে সদস্যদের নৃশংসভাবে হত্যা করে।

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল খালেক, একেএম খয়রাত হোসেন, গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, জেলা শ্রমিক লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিয়ামত উল্যাহ, সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, শহর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনি প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু।

সর্বশেষ