১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকার বিকল্প নেই : মেনন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

উজিরপুর প্রতিনিধি ::: শেখ হাসিনার জন্যই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, এ উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য নৌকার বিকল্প নেই, তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিতে হবে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৫ টায় উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা একাডেমিক স্কুল মাঠে নৌকার উঠান বৈঠকে উপজেলার জল্লায় নৌকা প্রতীকের উঠান বৈঠকে এসব কথা বলেন প্রধান অতিথি বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাবেক সফল মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন।

জল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সমির মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জহরলাল সরকারের সঞ্চালনায় বক্তৃতা করেন বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সৈয়দা রুবিনা আক্তার মিরা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মোঃ আনিচুর রহমান, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, অশোক কুমার হাওলাদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সদস্য মোঃ সবুজ মোল্লা, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম শাহিন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য সুখেন্দু বৈদ্য, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, ডাঃ এইচ,এন সরকার, ডাঃ এসকে বল্লভ, উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান সবুজ বালী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ ফায়জুল হক বালী ফারাহীন, ইউপি চেয়ারম্যান বেবী রানী দাস, সাবেক ইউপি চেয়ারম্যান উর্মিলা বাড়ৈ।

এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। এছাড়াও প্রধান অতিথি নৌকা প্রতীকে ভোট চেয়ে ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করেছেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সর্বশেষ