২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শেবাচিমের করোনা ইউনিট থেকে পালিয়ে গেল সন্দেহভাজন রোগী

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে থাকা এক যুবক পালিয়ে গেছেন। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিয়েছে।

শুক্রবার দুপুরে আইসোলেশন ওয়ার্ড থেকে ওই রোগী পালিয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। পালিয়ে যাওয়া ওই যুবকের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তুলাতলী গ্রামে।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে- জ্বর, সর্দি ও কাশি নিয়ে গত ১২ মে ওই রোগী মেডিকেলের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন ওই যুবক। তিনি করোনায় আক্রান্ত কিনা তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ১৩ মে মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। কিন্তু আজ (শুক্রবার) রাতে ওই রিপোর্ট হাতে পাওয়ার কথা থাকলেও এর আগেই তিনি পালিয়ে গেছেন।

ডা. বাকির হোসেন জানান, দুপুরে এক নার্স গিয়ে ওই রোগীর কক্ষ ফাঁকা দেখতে পান। ধারণা করা হচ্ছে এর আগেই ওই রোগী পালিয়েছেন। করোনা ইউনিট থেকে ওই রোগী পালানোর ঘটনায় কোতোয়ালি মডেল থানায় জিডি করার প্রক্রিয়া চলছে, বলেন তিনি।’

সর্বশেষ