১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শেবাচিমে ঔষধ কোম্পানীর প্রতিনিধি ও ল্যাব দালালদের অত্যাচারে নাস্তানাবুদ রোগীরা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

 

কাজী জাহিদঃ শেবাচিমে ঔষধ কোম্পানীর প্রতিনিধি ও ল্যাব দালালদের অত্যাচারে নাস্তানাবুদ রোগীরা।করোনা কালে রোগী দেখাতে এসে পরতে হয় চরম বিপাকে।এমন কি রোগী দেখাতে এসে এইসব দালালদের অত্যাচারে রোগী না দেখিয়ে বাড়ি হয় অনেক রোগীকে।প্রতিদিন শেবাচিমের আউটডোরের সামনে রোগী নিয়ে গরু ছাগলের হাটের মত টানাহেচরা করতে দেখাযায়। সরেজমিনে শেবাচিমের আউটডোর ঘুরে দেখাযায় রোগী নিয়ে ল্যাবের দালাল ও ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের টানা হেচরার কা্যকলাপ। আজ শেবাচিমে রাহিমা (৪৫) নামের এক রোগী নাক কান, গল, ডাক্তার দেখাতে আসে।এ সময় ল্যাবের দালাল ও ঔষধ কোম্পানীর টানা-হেঁচড়ায় চরম হয়রানির শিকার হতে হয় তাদের।পরে বাকবিতন্ডাতার শেষে রেগে ক্ষোভো হাসপাতাল ত্যাগ করে।এভাবেই প্রতিনিয়ত বহিরাগতদের উৎপাতে অতিষ্ঠ হতে হয় রোগী ও রোগীর স্বজনদের। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতায় প্রতিনিয়ত এভাবেই বিপাকে পরতে হয় রোগীদে। এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন এর সাথে মূঠো ফোনে আলাপের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করে নায়।এ বিষয়ে ভুক্তভোগীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে

সর্বশেষ