২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শেষ পর্যন্ত করোনাই জিতে গেল !

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণীঃ

শেষ পর্যন্ত করোনাই জিতে গেল ।
অতিমারীর দিনগুলোকে পাশ কাটিয়ে
আর পারতে দিল না ।
ভাবছিলাম জানাব না ….
মানুষ আতঙ্কিত হবে ….
কিন্তু না …. ঠিক হবে না !
আতঙ্কিত হবার দরকার আছে …..
আমার করোনা পজিটিভ .. বেশ কিছু symptoms ও ছিল …
আমার আর এক সহযোদ্ধা ডা: সৌরভ ও positive with his wife Dr Indrani .
আমাদের বরিশালের অবস্হা সবচেয়ে বেশী খারাপ …
৫৩% ….. shocked !
এখন পর্যন্ত রুগী ১৭৯ জন …
ICU … not available !
বেড বাড়ছে ?
এটা যে কি …. লোক দেখানো …
আর আমাদের স্যারদের আর ডাক্তারদের অসহায়ত্ব..!
নার্স … চতুর্থ শ্রেনীর কর্মচারী …
যাতাকলে প্রেষন আর double duty …
নাই এসব মানুষের জন্য ন্যূনতম সুযোগ সুবিধা ।
কি দিয়েছেন এইসব ডাক্তার নার্স চতুর্থ শ্রেনীর
আমার ভাইবোনদের … গত দিনগুলোতে …
ধন্যবাদটুকু দিতে ভুলে গিয়েছিলেন ….
প্রনোদনা নামক মুলা ঝুলিয়ে …
থাকা খাওয়ার ব্যবস্হাটুকু কেড়ে নিয়েছেন …
তারপরও এরা খাটছেন করছেন … কিন্তু আর কত?
শুধু বেড বাড়িয়ে .. জনবল আর adequate equipment না দিলে … সবই হাস্যকর ….।
আমার প্রানের মানুষগুলোর অবর্ননীয় দূ:খ – কষ্ট
স্বজন হারানোর হাহাকার …. আর নেয়া যায় না ।
নীতিনির্ধারকগন এখনও কি সময় হয়নি
নিজের এলাকার হাসপাতাল টাকে একটু উন্নত করার …
মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সবাই ঘরে থাকুন …
আগে বাঁচুন বঁাচলে সব হবে ।
সবাই সবার জন্য দোয়া করেন ।
আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন ।
যে কোন ধরনের প্রয়োজনে …. স্মরন করবেন ।
চেষ্টা করব ।
Total information সহ দিলাম ….
সিদ্ধান্ত কেবলই আপনার ।….
আর এখন oxygen bank এর সাথে সাথে …
খাদ্য বাংক তৈরি করার জন্য বিত্তশালীদের নিকট বিনীত অনুরোধ রইল ….
ভাল থাকুক দক্ষিন জনপদের অবহেলিত মানুষগুলো ।
আমরা করব জয় একদিন …..।

 

ডাঃ সুদীপ হালদার এর ওয়াল থেকে নেয়া।

সর্বশেষ