১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষিকাকে কুপিয়ে হত্যার চেস্টা, গ্রেপ্তার-১ সাংবাদিক শাহিন হাফিজের "মা" র মৃত্যু, এনডিবিএ'র শোক প্রকাশ মহাসড়কে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ করতে বরিশাল জেলা প্রশাসনের অভিযান পটুয়াখালীর দুমকিতে প্রাণিসম্পদ প্রদর্শনী  উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান বরিশালে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক বানারীপাড়ায় তহশিলদার ও সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রিজন সেলে হাজতিকে হত্যার দাবি স্বজনদের, কারারক্ষীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দাম বেড়ে ফের রেকর্ড, স্বর্ণের ভরি ১ লাখ ২০ চরকাউয়া ইউনিয়ন যুবলীগের মতবিনিময় সভায় খান মামুন রাজাপুরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে মাইক্রোবাসে আগুন

শেষ মুর্হুতে গলাচিপায় চলছে প্রতিমায় রংতুলির কাজ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি দেশজুড়ে শারদীয় দূর্গা উৎসবকে সামনে রেখে, প্রতিমা তৈরীর কাজসহ হিন্দু ধর্মাবলম্বীদের প্রস্তুতি পূজা উদযাপনে আগামী পহেলা অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ৫ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। দুর্গা উৎসবকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।
উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় উপজেলা নিবাহী কমকর্তা মো.মহিউদ্দিন আল হেলাল ( অ.দা.) বলেন, গলাচিপা উপজেলায় মোট পূজা হবে ২৯টি মন্ডবে। প্রতিটি মন্ডবে সিসিটিভি ক্যামেরা আছে।পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তার দিকেও বিশেষ জোরদার ব্যবস্থা গ্রহণ করছে গলাচিপা উপজেলা প্রশাসন। প্রত্যেকটি মণ্ডপে সিসি ক্যামেরা লাগনো বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। তাছাড়া, অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য সূর্যাস্তের আগেই প্রতিমা বিসর্জন করার নির্দেশ দেয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, দুর্গাপূজাকে সামনে রেখে গলাচিপা উপজেলায় সব কয়টি মন্দিরে প্রতিমাশিল্পী এখন ব্যস্ত সময় পার করছেন। রং তুলি দিয়ে সাজিয়ে তুলছেন প্রতিমা। বৈরী আবহাওয়ার কারণে কাজে কিছুটা ব্যাঘাত ঘটলেও কারিগররা জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের আগেই তারা প্রতিমা হস্তান্তর করতে পারবেন। দুর্গাপূজার এ বছর জাকজমক পূর্ণ সকল প্রস্তুতি নিচ্ছে পূজা উদযাপন কমিটি । এ ব্যাপারে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমিত কুমার দত্ত মলয় বলেন, এ বছর জাকজমকভাবে পূজার আয়োজন ও প্রতিমা তৈরির কাজ শান্তিপূর্ণভাবে চলছে। পূজা উদযাপনের সভায় উপজেলা প্রশাসনের নিরাপত্তার ভিত্তিতে যে নিয়মনীতি বিষয়ে জোর দেয়া হয়েছে সে বিষয়গুলো মেনেই পূজা উদযাপন করা হবে।’
গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) আর এম শওকত আনোয়ার ইসলাম বলেন, গলাচিপা উপজেলায় শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। উপজেলায় পুলিশ বাহিনীর টহল অব্যাহত থাকবে, যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে।

সর্বশেষ