২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
দেশের বীমা খাতে দৃষ্টান্ত স্থাপন করছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ২৯ মে সারাদিন লালমোহন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কায় ভোট দিন আবারও বাড়ল স্বর্ণের দাম সৌদিতে ২৮৭৬০ বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন, দুইজনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন সোমবার থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা ৬৫ দিন বন্ধ বোরহানউদ্দিনে ভোটারদের টাকা দেওয়ার ছবি ভাইরাল, ক্ষমা চাইলেন ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাচন ঘিরে ভোলার উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন

সঙ্গীতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে : লায়ন মোঃ গনি মিয়া বাবুল

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সঙ্গীতের উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।বাংলা পৃথিবীর ৬ষ্ঠ ভাষা। বাংলা গানকে বিশ্বব্যাপি সঞ্চারিত ও জনপ্রিয় করতে শিল্পী সমাজসহ সংশ্লিষ্টদের সচেষ্ট থাকতে হবে। তিনি আরও বলেন সঙ্গীত মানুষের সুপ্ত গুণাবলি বিকশিত ও প্রসারিত করে। মহান মুক্তিযুদ্ধে সঙ্গীত সাহস ও প্রেরণা জুগিয়েছে। স্বাধীনতা অর্জনে সঙ্গীত শিল্পীদের অসামান্য ভূমিকা রয়েছে। সঙ্গীত শিল্পীরা মানবতার কল্যাণে কাজ করছে। তিনি সঙ্গীতের উন্নয়ন ও সঙ্গীত শিল্পীদের অধিকার প্রতিষ্ঠার জন্যে সংশ্লিষ্টদের আরও অধিক সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সঙ্গীত উন্নয়ন পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে ঢাকা সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচা মেলা মিলনায়তনে ২৩ ডিসেম্বর শনিবার বিকেলে আয়োজিত “বিজয় উৎসব” গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সঙ্গীত উন্নয়ন পরিষদের সভাপতি কণ্ঠশিল্পী আশরাফ উদাস এর সভাপতিত্বে ও কণ্ঠশিল্পী মীরা খান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র ডেপুটি গভর্ণর আক্তারুজ্জামান বাবুল, কণ্ঠশিল্পী মাসুদুর রহমান মিলকী, কণ্ঠশিল্পী রাণী শেখ প্রমুখ।
আলোচনা শেষে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান  রাখায় কয়েকজনকে সম্মাননা পদক প্রদান করা হয়।

সর্বশেষ