২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

স্পোর্টস ডেস্ক।।
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা। সব ধরনের ক্রিকেট থেকে তাকে এক মাসের জন্য নিদিদ্ধ করেছে বিসিবি। চলমান এনসিএলেও অংশগ্রহণ করতে পারবেন না এই ক্রিকেটার।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মেহেদী হাসান রানাকে এক মাসের নিষেধাজ্ঞা দেওয়া হল। চলমান জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলা পেস বোলার মেহেদী হাসান রানার শাস্তি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বাঁহাতি পেস বোলারকে সোশ্যাল মিডিয়া এবং একটি জাতীয় দৈনিক পত্রিকায় মন্তব্য করার জন্য বোর্ড কর্তৃক শৃঙ্খলাবদ্ধ করা হয়েছিল যা বিসিবিতে নিবন্ধিত একজন খেলোয়াড়ের কাছ থেকে আসা অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। রানাকে তার অবিবেচনামূলক কাজের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।’

গেল ১১ অক্টোবর নিজের ফেরিভায়েড ফেসবুক পেজে দীর্ঘ এক পোস্ট দেন পেসার মেহেদী হাসান রানা। জাতীয় দলে খেলার সুযোগ পাননি বলে হতাশা প্রকাশ করেন বরিশালের এই পেসার। সেখানে বিসিবির এক নির্বাচকের বিরুদ্ধেও কথা তোলেন তিনি। এর কিছুক্ষণ পরেই আবার পোস্ট ডিলিট করে দেন এই পেসার। তবে ততক্ষণে সে পোস্ট সকলের নজরে এসে যায়।

পরেরদিন আবার আরেকটি পোস্ট দিয়ে রানা জানান, আগের পোস্টটি দেওয়ার সময় জাতীয় লিগের ম্যাচ খেলতে মাঠেই ছিলেন তিনি। তার পেইজের এডমিন প্যানেল থেকেই সে পোস্ট দেওয়া হয়েছে বলে জানান এই পেসার।

সর্বশেষ