২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিরাপদে ধর্মীয় উৎসব পালন করতে পারেন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন,বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত রয়েছে। যার কারনে সব ধর্মের মানুষ এখানে নির্বিঘ্নে নিরাপদে ধর্মীয় উৎসব পালন করতে পারেন। হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা চলাকালীন সময়ে পুলিশের মোবাইল টিম,ভিডিও ক্যামেরা টিম সহ সাদা পোষাকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী দ্বায়িত্বে থাকবে। তবে প্রতিবছরের ন্যায় এবার মন্ডপের ভিতরে স্থায়ী দায়িত্বে পুলিশ থাকবে না। মহামারী করোনাকালে ইসলাম ধর্মসহ সকল ধর্মের অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে করা হয়েছে। যাতে করোনা ভাইরাস ছড়িয়ে না পড়ে। সুতরাং পূজামন্ডপে স্বাস্থ্য বিধি মেনে পূজা উদযাপন করুন।

মঙ্গলবার (২০অক্টোবর) সকাল১০ টায় বরিশাল এয়ারপোর্ট থানায় পুলিশ পরিদর্শক(তদন্ত)শাহ মোঃ ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, সবাই যাতে নিরাপত্তা সহকারে নির্বিঘ্নে হিন্দু ধর্মের বৃহত্তম উৎসব দূর্গাপূজা উদযাপন করতে পারেন সে জন্য পুলিশ সার্বক্ষনিক আপনাদের সেবা দিতে প্রস্তুত থাকবে। পূজা চলাকালীন সময়ে জরুরী অবস্থা মোকাবেলার জন্য পূজা মন্ডপে বিট অফিসার, এ্যাম্বুলেন্স,ফায়ারসার্ভিস, বিদ্যুত বিভাগের ফোন নাম্বার দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে হবে।পূজা মন্ডপে আলাদা পোষাকধারী স্বেচ্ছাসেবক রাখতে হবে।মন্ডপের ভিতরে একসাথে ২০ জনের বেশী অবস্থান করা যাবেনা।প্রত্যেক মন্ডপে প্রবেশ এবং বের হওয়ারপথে হ্যান্ড স্যানিটাইজার এর ব্যাবস্থা করতে হবে।কোন রকম পটকা বা আতশবাজি ফোটানো যাবেনা।মাস্ক ছাড়া মন্ডপে প্রবেশ করতে দেয়া হবেনা।মন্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র ও বিশুদ্ধ পানি রাখতে হবে।পূজাকে সামনে রেখে কোন বিশৃঙ্খলা বরদাশত করা হবেনা।কতিপয় সুযোগ সন্ধানী ব্যাক্তি পটকা, আতশবাজি ফুটিয়ে আনন্দের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। পূজা মন্ডপের যেকোন সমস্যার বিষয়ে পুলিশকে অবহিত করবেন। আমরা আপনাদের সেবায় নিয়োজিত থাকবো।

মতবিনিময় সভায় এয়ারপোর্ট থানাধীন ১৯ টি পূজামন্ডপের নের্তৃবৃন্দ এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক(অপারেশন) মোঃ মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ