১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

সমাজ উন্নয়নে মহিলাদের আদর্শ হযরত আয়শা (রা.)– শাহ মুহাম্মদ নজরুল ইসলাম

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
সিলেট প্রতিনিধিঃ ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ইসলামের ইতিহাসে সর্বাপেক্ষা জ্ঞানী ও প্রাজ্ঞবান মহিলা ছিলেন উম্মুল মুমিনীন হযরত আয়শা (রা.)। তিনি একাধারে ছিলেন হাদিসের শিক্ষক ও ফকিহ। তেমনি ছিলেন সত্য ও ন্যায়ের লড়াকু সৈনিক। আজকের মুসলিম মহিলাদেরকে হযরত আয়শার পদাংক অনুসরণ করে সমাজকে এগিয়ে নিতে হবে।
সোমবার (১২ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে উম্মুল মুমিনিন হযরত আয়শা (রা.) এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক আবু ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আলোচক সালমা জাহান। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের শতাধিক মহিলা অংশ নেন।

সর্বশেষ