২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

সরকারি গাছ কেটে নিয়েছে স্থানীয় এক প্রভাবশালী

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর-সানুহার সড়কের খামার বাড়ির সামনে বন বিভাগের (সামাজিক বনায়ন প্রকপ্লের ) গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে । গতকাল মঙ্গলবার শোলক ইউনিয়নের বাবরখানা গ্রামের ঢাকা ডেভেলপার ব্যবসায়ী আব্দুল কাদের মিয়া বাড়ীর সীমানা প্রাচীর নির্মানের জন্য একাধিক লেবার নিয়ে (৩টি মেহগনী ও ১টি চাম্বুল গাছ কেটে নিয়েছে। গাছ কাটার শ্রমিক কবির সরদার জানান, আমরা তো জানতাম না এই গাছ সরকারী। কাজ করে খাই। কেউ যদি আমাদের দিন মজুরি দিয়ে বাড়ীর গাছ বলে কাজ করায় তাহলে আমাদের কি কোন দোষ আছে? স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গাছগুলো বন বিভাগের। কাদের প্রভাব খাটিয়ে গাছগুলো বিক্রি করে সরকারি জমি দখল করার চেষ্টা করছে। এ ব্যাপারে আব্দুল কাদের জানান, সরকারি রাস্তার গাছ না। এই গাছগুলো আমি নিজে লাগিয়েছি আমার বাড়ীর জায়গায়। বাড়ীর সীমানা প্রাচীর নির্মান করার জন্য গাছ কেটে ফেলা হয়েছে। যার মূল্য প্রায় ৬-৭ হাজার টাকা। উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। গাছগুলো বন বিভাগের এবং সরকারি রাস্তার উপর গাছ দেখে কাটা গাছগুলো জব্দ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ