২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকারি স্বরূপকাঠী পাইলট স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধিঃ নেছারাবাদের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) দিনব্যাপি বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, সাবেক সচিব এম সামসুল হক, সরকারি স্বরূপকাঠী কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম সামসুর রহমান, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ছাত্রলীগ কেন্দ্রিয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ।
পুনর্মিলনী উৎযাপন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথিবর্গ ছাড়াও স্মৃতিচারণ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রেবেকা সুলতানা, মেজর (অবঃ) দেলোয়ারা, অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক পৌর মেয়র গোলাম কবির, সমন্বয়ক শশাঙ্ক রঞ্জন সমদ্দার, সদস্য সচিব মো. ওয়াহিদুজ্জামান মানিক, এ্যাডভোকেট বিপুল নারায়ন চৌধুরী প্রমুখ।
প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিনত হয়। নানা অনুষ্ঠান আর খোশ-গল্পে দিনটি উপভোগ করেন তারা। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপি কর্মসুচির শেষ হয়।

সর্বশেষ