২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সরাইলে দুই মোটরসাইকেল মুখোমুখি নিহত ২

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. শরীফ (৩০) ও ফাহিম খান (১৮) নামে দুজনের মৃত্যু হয়েছে। নিহত শরীফ নরসিংদীর বড়বাজার এলাকার আব্দুর রউফের ছেলে ও ফাহিম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নয়নপুর গ্রামের ইব্রাহিম খানের ছেলে।
এঘটনায় কণক দাস (৩৫) ও ইমরান খান (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী আহত হন। দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদের দিন বিকেল ৪টার দিকে বৈশামুড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে দুই দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একটি মোটরসাইকেলের চালক শরীফ মারা যান। এঘটনায় গুরুতর আহত ফাহিম, ইমরান ও কণককে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ