২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
কাঠালিয়ায় জমি বিরোধীদের জেরে কৃষক কে হত্যার চেষ্টার অভিযোগ ।। কুয়াকাটায় জেলের জালে ২৬ কেজির কোরাল বাউফলে পুলিশের সামনে আসামিকে মারধর করে পা ভেঙে দিলো বাদীপক্ষ ববির নারী কর্মকর্তাকে ধর্ষণ: পুলিশ কর্মকর্তার বিচার শুরু উজিরপুরের ৫ ইউনিয়নের শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। শনিবারও খোলা থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান খাল ও ড্রেন পরিষ্কার না করায় মশার উপদ্রব : মেয়র খোকন সেরনিয়াবাত আমতলীতে বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে কোপালো স্বামী গৌরনদীতে সিএইচসিপি’র বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ভোলায় ডাকঘরে পোস্ট মাস্টারের আইসক্রিম ডিলারের ব্যবসা

সর্বস্তরের সাংবাদিকদের পদচারণায় মুখরিত বাকেরগঞ্জ পৌর ভবন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম সাইফুল ইসলাম:
জাতীয় সাংবাদিক সংস্থা বাকেরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো সর্বস্তরের সাংবাদিকদের মিলন মেলা। মতবিনিময় সভা, সংবর্ধনা, মধ্যাহ্ন ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচীতে মুখরিত পৌর ভবন সেমিনার কক্ষ । ২০ ফেব্রুয়ারী শনিবার বেলা ১১টায় শুরু হয়ে দিনব্যাপী চলে এ কার্যক্রম।
এতে প্রধান অতিথি ছিলেন বাকেরগঞ্জ পৌর মেয়র মোঃ লোকমান হোসেন ডাকুয়া। প্রধান আলোচক ছিলেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিকল্পনা সচিব ও বরিশাল জেলা সভাপতি এম.আর প্রিন্স, সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সেক্রেটারী ও দৈনিক যায়যায়দিন’র ব্যুরো চীফ মোঃ আরিফুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় প্রশিক্ষণ সচিব ও দৈনিক দখিনের সময়’র যুগ্ম-বার্তা সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ, কলসকাঠী ইউপি চেয়ারম্যান মোঃ ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, উপজেলা জাপা’র যুগ্ম সম্পাদক মানিক হাওলাদার, জাপা নেতা বিপ্লব মিত্র, শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকির জমাদ্দার। সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা বাকেরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন হাওলাদার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মনির হোসেন ও মোঃ রাব্বী মোল্লা ।
জাতীয় সাংবাদিক সংস্থার ৪০ বছরে পদার্পণ উপলক্ষে সংস্থার নানা দিক তুলে ধরে আলোচনা করেন বক্তারা। তাছাড়া সাংবাদিক জাকির জমাদ্দারের সাংবাদিকতার ৩০ বছর পূর্তি উদযাপন করা হয়।

সর্বশেষ