৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরিশালের সুইমিংপুল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ,ডক্টর ,আ ন ... অবশেষে ভোলায় স্বস্তির বৃষ্টি পিরোজপুরে নামল স্বস্তির বৃষ্টি প্রবাসে স্বামীদের জিম্মি করে দেশে স্ত্রীদের ধর্ষণ করেন পাথরঘাটার মামুন! আমতলীতে কুরিয়ার সার্ভিসে ৮ কেজি গাঁজা, দেবর-ভাবি গ্রেপ্তার বাউফল উপজেলা নির্বাচনে জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ আমি চেয়ারম্যান হতে নয়, এসেছি জনগণের সেবা করতে : খান মামুন আগৈলঝাড়ায় দুধ দিয়ে গোলস করে দল ত্যাগ করলেন বিএনপি নেতা বরিশালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ২

সহপাঠীকে হামলার চেষ্টায় ববি ছাত্রকে শোকজ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেক :: সহপাঠীর ওপর হামলা চেষ্টার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ববি প্রশাসন। রবিবার (৭ মার্চ) এ নোটিশ জারি করা হয়। আগামী তিন কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত বক্তব্য প্রদান করতে বলা হয়েছে তাকে।

শোকজ করা শিক্ষার্থী শাহবাজ মিঞা শোভন কম্পিউটার বিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ড. সুব্রত কুমার দাস। তিনি জানান, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ মিলান একই শিক্ষার্থী শাহবাজ মিঞা শোভনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয় বুধবার রাতে স্থানীয় কয়েকজন কিশোর মিলানের মেসবাসায় ঢুকে হামলার চেষ্টা চালায়। এই ঘটনার নেপথ্যে শোভন জড়িত উল্লেখ করে অভিযোগ দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে শোভনের কাছ থেকে লিখিত বক্তব্য চাওয়া হয়েছে।

এ ব্যাপারে শাহবাজ মিঞা শোভন বলেন, আমরা দুই পক্ষ ইতিমধ্যে মীমাংসার সিদ্ধান্ত নিয়েছি। মিলান ববি কর্তৃপক্ষের কাছে যে অভিযোগ দিয়েছিলো তা প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন। তবে আমি নিয়মানুযায়ী শোকজের জবাব দিবো।

 

প্রসঙ্গত, ফেসবুক গ্রুপে অপ্রীতিকর মন্তব্যের জেরে বুধবার রাতে ববি শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ মিলানের মেসবাসায় হামলার চেষ্টা চালায় স্থানীয় কিশোররা। এ ঘটনার নেপথ্যে একই বিশ্ববিদ্যালয়ের অনার্সের শিক্ষার্থী শাহবাজ মিঞা শোভন জড়িত বলে ববি কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেন ভুক্তভোগী। এরপর ববি প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেন।’

সর্বশেষ