১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

সাংবাদিক রাশীদ উন নবী বাবু’র  মৃত্যুতে বগুড়ায় সাংবাদিক সংস্থার শোক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মুহাম্মাদ আবু মুসা:
জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সিনিয়র সদস্য, বগুড়ার কৃতি সন্তান, প্রবীন সাংবাদিক রাশীদ উন নবী বাবু এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, সহ-সভাপতি রফিকুল ইসলাম, আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মুন্জুরুল ইসলাম মুন্জু, সহ-সাধারণ সম্পাদক আনারুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, অর্থ সম্পাদক বজলুর রহমান বজলু, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুর রহমান মিঠু, শিক্ষা ও জনকল্যাণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, বাদল চৌধুরী, এসএম আবু সাঈদ, রফিকুল আলম, শফিকুল ইসলাম শফিক, মোছাব্বর হাসান মুসা, জাকির হোসেন, মতিউর রহমান মতি, রায়হান রানা, আতিকুর রহমান আতিক, আঃ হান্নœান, আয়ুব আলী, গোলাম ফারুক, শফিকুল ইসলাম শফিক, আঃ লতিফ, আমিনুল আকন্দ, হাবিবুর রহমান হাবিব, এনামুল হক, ফিরোজ কামাল ফারুক, রেজাউল করিম সুজন প্রমূখ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সাংবাদিকতা জীবনে তিনি দৈানক আমার দেশ, দৈনিক বাংলা, বাংলার বানী, দেশ বাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, যুগান্তর, এনটিভি, চ্যালেন ওয়ান, ইনকিলাব ও সাপ্তাহিক পূর্ণিমায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন। সর্বশেষ দৈনিক আমার দিন পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সর্বশেষ