৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ঋণের চাপে ফেসবুকে পোস্ট দিয়ে দোকানির আ*ত্ম*হ*ত্যা জনপ্রতিনিধিরা খবর নেয়নাঃ রাস্তা মেরামত করলো এলাকাবাসী ব্যয় কমাতে সরকারি টাকায় বিদেশ ভ্রমণ ও যানবাহন কেনা বন্ধ মহররম মাসের গুরুত্ব ও ফজিলত--- হাফিজ মাছুম আহমদ দুধরচকী বর্তমান সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না: মাহমুদুর রহমান মান্না বরিশালে ২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক চাচাতো বোনকে ধ*র্ষ*ণের পর হ*ত্যার অভিযোগে বাকেরগঞ্জের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা আমতলীতে দেনার ভয়ে ফেইসবুকে স্টাটাস দিয়ে গলায় ফা*স লাগিয়ে আত্মহ*ত্যা দখলমুক্ত হলো তাপবিদুৎ কেন্দ্র'র জমি ববিতে কোটা সংস্কার আন্দোলনে হামলা, সংবাদকর্মীসহ আহত ৩

সাগরের প্রবল স্রোতে ট্রলারডুবিতে পিরোজপুরের ৫ জেলে নিখোঁজ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি ::: অবরোধের মধ্যেও সাগরে মাছ ধরতে গিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় ছোট মাছুয়া এলাকার ৫ জন জেলে নিখোঁজ রয়েছে। এসব পরিবারের মধ্যে চলছে চরম চরম উৎকন্ঠা ও আহাজারি। এ ঘটনায় ট্রলরে থাকা আরো ৭ জনকে উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ জুন) রাতে তারা নিখোঁজ হয় বলে খবর পাওয়া গেছে বলে জানান জেল উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম।

নিখোঁজ জেলে পরিবারের স্বজনরা জানায়- রোববার রাত সাড়ে ১১টার সময় তাদের নিখোঁজ জেলেরা পরিবারের সাথে সবশেষ যোগাযোগ করেন। এর আধা ঘন্টা পরে প্রবল স্রোতের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। পরবর্তিতে একই ট্রলারে থাকা ৭ জন জেলে উদ্ধার হলেও এখনো ৫ জন জেলে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ জেলেরা হলেন- ছোট মাছুয়া এলাকার মোশারেফ ফরাজীর ছেলে নজরুল মাঝি (৫৫) ছোটমাছুয়া এলাকার মৃত হাফেজ আকনের পুত্র বাহাদুর আকন(২২) ছোটমাছুয়া এলাকার আকব্বর শাহ এর পুত্র আল আমিন শাহ (২২), মোসলেম হাওলাদারের পুত্র সালাম(৫০) এবং ভান্ডরিয়া থানার জুনিয়া এলাকার বাবুর্চি মোকলেছ হাওলাদেরর পুত্র আব্দুর রহমান (৫০)।

তুষখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রফিকুল ইসলাম সেলিম জানান, অনাহারে দরিদ্রদার কষাঘাতে পড়ে একটি ট্রলার নিয়ে ছোটমাছুয়া এলাকার ১২ জন জেলে গত ২৬ জুন শুক্রবার মাছ ধরতে সাগরে যায়। রোববার গভীর রাতে স্রোতের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ৭ জন জেলেদের উদ্ধার করা হলেও এখনো ৫ জন জেলে নিখোঁজ রয়েছে। এসব জেলেদের পরিবারে চলছে কান্নার আহাজারি। উদ্ধার হওয়া ৭ জেলে মহিপুর হাসপাতালে ভর্তি রয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, আমরা গতকালকে এ বিষয়ে খবর পেয়েছি। নিশেধাজ্ঞা উপেক্ষা করে মহিপুর থেকে মাছ ধরার ট্রলারটি সাগরে গিয়েছিল। এটি ডুবে গেছে আমরা কেষ্ট গার্ড ও নৌবাহিনীর কর্মকর্তাদের জানিয়েছি। আমাদের উর্ধ্বতন কতৃপক্ষকেও জানিয়েছি। নৌবাহিনী নিখোঁজদের উদ্ধারের জন্য চেষ্টা করছে।

সর্বশেষ