২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে সর্প দংশনে ইমামের মৃ*ত্যু বরিশালে স্ত্রীকে নি*র্যা*তন মামলায় এএসআইয়ের ২ বছরের কারাদণ্ড ঝালকাঠিতে আনারস প্রতীকের ২ কর্মীকে পি*টিয়ে ও কু*পিয়ে আ*হত আগৈলঝাড়ায় বিদ্যুৎপৃষ্টে গৃহবধূর মৃ*ত্যু ভোলার তিন উপজেলায় ভোটের সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রগুলোতে নলছিটিতে চোর সন্দেহে গাছে বেঁধে যুবককে পি*টি*য়ে হ*ত্যা মঠবাড়িয়ায় ট্রাকচাপায় পরিবার পরিকল্পনা পরিদর্শক নি*হ*ত নিজের উৎপাদিত পেট্রোলে মোটরসাইকেল চালাচ্ছেন বরগুনার আনোয়ার উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোলায় নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচন

সাধারণ মানুষের সাথে জনপ্রতিনিধিদের দূরত্ব কমাতে চাই : এসএম জাকির

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: চেয়ারম্যান নির্বাচিত হলে সাধারণ মানুষের সাথে জনপ্রনিধিদের দূরত্ব দূর করে সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের এক কাতারে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বরিশাল সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক এসএম জাকির হোসেন।

সোমবার (২৫মার্চ) বিকেলে সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময়কালে এ প্রতিশ্রুতি দেন তিনি।

এসএম জাকির বলেন, আমার সাথে কথা বলতে কোন মাধ্যমের প্রয়োজন হবে না। সকলে তাদের সুখে-দুঃখে আমার সাথে কথা বলতে পারবে। সকলের দোয়া নিয়ে আমি বরিশাল সদর উপজেলার উন্নয়নে কাজ করতে চাই।

এ সময় রায়পাশা কড়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন বলেন, গত কয়েকদিন ধরে আমি সব জায়গাতেই বলি আমার একটা বিশ্বাস জন্মেছে যে আসন্ন উপজেলা নির্বাচনে এসএম জাকির সাহেব উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন। ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করবো।

শায়েস্তাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না বলেন, এসএম জাকির ভাই অত্যান্ত ভালো মনে একজন মানুষ তাই আমরা তাকে উপজেলা হিসেবে দেখতে চাই। তিনি ইনশাআল্লাহ চেয়ারম্যান নির্বাচিত হলে সদর উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে রূপান্তরিত করবেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও এস এম জাকির হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এ্যাডঃ আবুয়াল মাসুদ মামুন, বরিশাল মহানগর ১৬নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক জুয়েল রাফি, রায়পাশা কড়াপুর ইউনিয়নের ইউপি সদস্য হাবিবুর রহমান মিন্টু, নাঈম আকন, জহিরুল ইসলাম, সেলিম হাওলাদার, আব্দুর রশিদ সরদার, আবুল বাশার, মো: মিরন, সংরক্ষিত ইউপি সদস্য রুনা লায়লা সোনালী, ফরিদা বেগম, মাহিনুর বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত সকলে আসন্ন বরিশাল সদর উপজেলা নির্বাচনে এসএম জাকির হোসনকে বিজয়ের লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানান।

সর্বশেষ