১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মঠবাড়িয়ার সাবেক ওসির নির্দেশে জাপা নেতার পা বিচ্ছিন্ন : ভুক্তভোগীর অভিযোগ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার জাপা (এরশাদ) নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্নের নেপথ্যে মঠবাড়িয়া থানার সাবেক ওসি মো. নূরুল ইসলাম বাদলের ইন্ধন রয়েছে বলে ভুক্তভোগী শফিকুল ইসলাম পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বরাবরে লিখিত অভিযোগ করেছেন। পিরোজপুর পুলিশ সুপার অভিযোগটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) এর ওপর। বর্তমানে অভিযোগটি অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন তদন্ত করছেন বলে ভুক্তভোগী শফিকুল ইসলাম জানান। শফিকুল ইসলাম উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও উপজেলার তুষখালী গ্রামের মোঃ আইয়ূব আলী শিকদারের ছেলে। তাঁর পা বিচ্ছিন্নের নেপথ্যে মঠবাড়িয়া থানার সাবেক ওসি মো. নূরুল ইসলাম বাদলের ইন্ধন রয়েছে এমন অভিযোগ এনে তিনি (শফিকুল) একাধিক বার সংবাদ সম্মেলনও করেছিলেন।
মঠবাড়িয়া থানার সাবেক ওসি নূরুল ইসলাম বাদল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে অহেতুক হয়রানী করা হচ্ছে। ঐ ব্যক্তিকে একবার সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করেছিলাম। সেই ক্ষোভ থেকেই আমার পিছনে সে লেগে আছে।
অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মো. সাখাওয়াত হোসেন মঙ্গলবার (১৬ জানুয়ারী) দুপুরে সংবাদিকদের জানান, অভিযোগটি তদান্তাধীন রয়েছে। এটা গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।

সর্বশেষ