৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সিভিল সার্জনের কাছে ১৮ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছে ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি ঃ কোভিড-১৯ সংক্রমন করোনা রোগীদের সেবার লক্ষ্যে পটুয়াখালী সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন এর কাছে ১৮ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করলেন ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতির সাধারন সম্পাদক ড. এস এম এ জাফর বাদশার নের্তৃত্বে সমিতির সদস্যবৃন্দ।
গতকাল শনিবার দুপুর ১২.৩০ মিঃ সময় সিভিল সার্জন কার্যালয়ে পটুয়াখালী স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন করোনা প্রতিরোধে ফ্রন্টলাইনের অন্যতম করোনা যোদ্ধা ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপনের কাছে করোনা রোগীদের সেবায় ১৮টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতির সাধারন সম্পাদক ড. এস এম এ জাফর বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারন সম্পাদক জালাল আহমেদ, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এ কে এম কলেজের অধ্যক্ষ আবদুস সালাম, সমিতির সিনিয়র সদস্য মাহমুদ হোসেন বাবুল চৌধুরী, আজীবন সদস্য জাকির মাহমুদ সেলিম, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য এ কে এম কলেজের প্রভাষক স্বপন কুমার খাসকেল।
এ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর সময় ভিডও কনফারেন্সে সিভিল সার্জনকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতির সভাপতি মেজর (অবঃ) মোঃ ইকবাল হোসেন খান, সহ-সভাপতি আবিহ আবদুল্লাহ খান নান্নু, সহ-সভাপতি স্থপতি (আর্কিটেক) নিখিল চন্দ্র গুহ।
করোনা রোগীদের সেবায় অক্সিজেন সিলিন্ডার প্রাপ্ত হয়ে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন পটুয়াখালী জেলা সমিতির নের্তৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকে অভিনন্দন জানান।
এ সময় সমিতির সভাপতি মির্জাগঞ্জের কৃতি সন্তান মেজর (অবঃ) ইকবাল হোসেন ব্যক্তিগতভাবে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ অক্সিজেন ব্যাংকে দুটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন।

সর্বশেষ