১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে ইন্সপেক্টরসহ তিন পুলিশ সদস্যের করোনা আক্রান্তের ঘটনায় থানা লকডাউন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সেলিম শিকদার, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের কাজিপুর থানা ইন্সপেক্টর তদন্তসহ তিন পুলিশ সদস্যের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় থানা লকডাউন করা হয়েছে।
কাজিপুর থানার ইন্সপেক্টর তদন্তসহ আক্রান্তদের সংস্পর্শে আসা সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ও ওসি তদন্তসহ প্রত্যেককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ হাসান সিদ্দিকী জানান, কাজিপুর থানা ভবনকে পুরোপুরি লকডাউন করা হয়েছে। এবং কর্মকর্তাসহ থানার সব পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও কাজিপুর সার্কেল) স্নিগ্ধ আকতার জানান, কাজিপুরের আইন-শৃংখলা রক্ষার জন্য একজন ইন্সপেক্টর, দুজন উপ-পরিদর্শক, দুজন সহকারী উপ-পরিদর্শক ও ১২ জন কনস্টেবলকে নিযুক্ত করা হয়েছে। উপজেলা ডাকবাংলো থেকে তারা নিয়মিত আইন-শৃংখলা রক্ষার কার্যক্রম চালাবেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ জাহিদুল ইসলাম জানান, আক্রান্ত ৩ পুলিশ সদস্যের মধ্যে দুজনকে নিজ নিজ বাসায় কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনকে বাগবাটি ৩১ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আশা প্রত্যেকের নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
উল্লেখ, গত বৃহস্পতিবার সিরাজগঞ্জে তিন পুলিশ সদস্য ও দুই স্বাস্থ্যকর্মীসহ একদিনে ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। (ছবিসহ)

সর্বশেষ