২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জ জাতীয় মটর শ্রমিকলীগের মতবিনিময় অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সেলিম শিকদার, সিরাজগঞ্জঃ-
সিরাজগঞ্জ জাতীয় মটর শ্রমিকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত (১২ ফেব্রুয়ারি) শুক্রবার সন্ধ্যায় শহরের পৌরবাস টার্মিনাল প্রাঙ্গনে জেলা মটর শ্রমিকলীগ আঞ্চলিক শাখার সভাপতি মনোয়ার হোসেন সদরের সভাপতিত্বে ও সহ-সভাপতি আব্দুল বাতেন সেলিমের সঞ্চালনায় নিরাপদ দুরত্ব বজায় রেখে আয়োজিত মতবিনিময় সভায় সাবেক সভাপতি শারজিল সিরাজ সম্পদ, সহ-সভাপতি আব্দুল্লাহ শেখ, আসলাম উদ্দিন রতন, ইউনুস আলী, সাধারন সম্পাদক সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সোহেল, আলম শেখ, আশরাফুল ইসলাম নয়ন, আজিজল হক সৌদি, আমিনুল ইসলাম মিন্টু, সাংগঠনিক খবির উদ্দিন, রাশিদুল ইসলাম, হাফিজুর রহমান,আতিক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কোভেড-১৯ নোভেল করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন প্রতিক্ষার পর শুক্রবার নিজেদের সচেতনতা বৃদ্ধিলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও সকল শ্রমিকদের খোজ খবর নিয়ে বৈশ্বিক মহামারি নোভেল করোনা ভাইরাসজনিত কারনে সংগঠনের সকল কার্যক্রম স্থগিত থাকায় করোনা ক্লান্তি লগ্নে ক্ষতিগ্রস্ত সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে অনুষ্ঠানে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগষ্ট কালোরাত্রীতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাস ভবনে কিছু বিপথগামি সেনা সদস্যদের হাতে নির্মমভাবে নিহত পরিবারের সদস্য, কারাঅভ্যান্তরে নিহত জাতীয় চার নেতা ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় আইভি রহমান সহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও মটর শ্রমিকলীগের প্রয়াতনেতাদের রুহের মাগফিরাত কামনা করে নিরবতা পালন শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক সহ অন্যান্য বক্তাগন বলেন, জাতিরজনক বঙ্গবন্ধুর হাতেগড়া জাতীয় শ্রমিকলীগ। সকল ত্যাগের মাঝেই প্রতিষ্ঠিত হয়েছে এই সংগঠন। জাতিরজনকের সুযোগ্য কন্যা মাদার অব হিউমেনিটি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনা ভাইরাস চলা সময়ে দেশব্যাপী সকল সংগঠনের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা প্রদানের পর থেকে সংগঠনের সকল কার্যক্রম বন্ধ রাখাহয়।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আবারও দেখা দিয়েছে, এই করোনা ক্লান্তিলগ্নে সকলকেই নিরাপদ দুরুত্ব বজায় রেখে নিয়মিত মাক্স ব্যবহার করা, সংক্রামিত বেক্তি থেকে নিরাপদ দুরুত্ব বজায় রেখে চলাসহ প্রতিদিন সাবান দিয়ে ভালভাবে হাত ধৌতকরণের নির্দেশনা প্রদান করে সকলকেই ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে সভা সমাপ্তকরা হয়।

সর্বশেষ